ব্যবহারকারীদের গোপনীয় চ্যাট নিরাপদ রাখার জন্য এবার পাসকি এনক্রিপশন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে বড় জটিল এনক্রিপশন কোড ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে চ্যাট সংরক্ষন করতে পারবে।
হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট সংরক্ষনের জন্য অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন ফিচার চালু করেছিলো ২০২১ সালে। এটি ছিল বড় কোনো মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। তবে এই ফিচার ব্যবহার করার জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো অথবা ৬৪ অঙ্কের বিশেষ এনক্রিপশন কোড সংরক্ষণ করা লাগতো।
আরও পড়ুন: আইফোনে কি সত্যিই স্টারলিংকের ইন্টারনেট চালানো যাবে? জেনে নিন অ্যাপল ও স্পেসএক্সের নতুন পদক্ষেপ
এই সুবিধা থাকার পরও অনেকেই স্মার্টফোন হারানো বা নতুন ফোন স্থানান্তরের সময় জটিল সমস্যাই পড়তেন। নতুন পাসকি এনক্রিপশন ফিচার চালু করার ফলে সেই সমস্যাগুলো এখন দূর হয়েছে
হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনে থাকা আগের বায়োমেট্রিক অথেনটিকেশন সুবিধা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে পাসকি এনক্রিপশন ফিচার চালু করা যাবে।
নতুন এই সুবিধা চালু করার নিয়ম
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাসকি এনক্রিপশন চালু করার জন্য Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup অপশনে গিয়ে এনক্রিপশন অন করতে হবে। তারপর থেকে ব্যবহারকারীরা চ্যাট, ছবি, ভিডিও ও ভয়েস নোট নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। বর্তমানে এই ফিচারটি কিছু ফোনে চালু হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার ফোনে উন্মুক্ত করা হবে।
সোর্স: প্রথম আলো