মটোরোলা জি সিরিজের অধীনে Motorola Moto G67 Power 5G স্মার্টফোন, আগামী 5 নভেম্বর 2025 তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হবে। নতুন এই ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি আসার কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে নভেম্বরের 5 তারিখ থেকে বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালি পাওয়া যেতে পারে।
তথ্য অনুযায়ী, Motorola তাদের নতুন মডেলের Motorola Moto G67 Power 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি যোগ করবে। ফোনটিতে 50MP সনি LYT-600 ক্যামেরা ব্যবহার করা হবে । এই ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটির ছবি এবং 4K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং থাকতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Moto G67 Power 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে।
- ফোনের রেয়ারে 50MP সনি LYT-600 ক্যামেরা সাপোর্ট করবে।
- এই ফোনে থাকবে Snapdragon 7s Gen 2 প্রসেসর ।
Motorola Moto G67 Power 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Motorola Moto G67 Power 5G (8GB +128GB) | ৩০,০০০ টাকা |
ধারণা করা যাচ্ছে, Moto G67 Power 5G ফোনটি ভারতের বাজারে 8GB র্যাম +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। এছাড়াও, স্মার্টফোনটি PANTONE Cilantro, PANTONE Parachute Purple এবং PANTONE Blue Curacao কালারে লঞ্চ করতে পারে। ফোনটি 5 নভেম্বর থেকে মাইক্রোসাইট Flipkart- এর মাধ্যমে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে মটোরোলা।
Motorola Moto G67 Power 5G ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির রেয়ারে LED ফ্লাশ সহ 50MP সনি LYT-600 ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটির ছবি এবং 4K ভিডিও রেকর্ড করা যাবে। সেলফির জন্য ফোনের সামনে থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে।

দ্রুত পারফরম্যান্সের জন্য Motorola Moto G67 Power 5G ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 7s Gen 2 প্রসেসর যোগ করা হবে। নতুন মডেলের স্মার্টফোনে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1050 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP64 রেটিং থাকতে পারে। এছাড়াও, ফোনটি 8GB র্যাম+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। সিকিউরিটির জন্য এই ফোনে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ ব্যবহার করতে পারে।