মটোরোলা তাদের নতুন মডেল Motorola Edge 70 5G স্মার্টফোন, আগামী 5 নভেম্বর 2025 তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হলো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের বাজারে আসতে পারে।
নতুন মডেলের Motorola Edge 70 5G স্মার্টফোনে 4800mAh ব্যাটারি থাকতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়াও জানা গেছে, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Motorola Edge 70 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
- ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে I
- এছাড়াও নতুন এই ফোনে IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে।
Motorola Edge 70 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Motorola Edge 70 5G (12GB+512GB) | ৪০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে,Motorola Edge 70 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে 12GB র্যাম +512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ হবে Pantone Gadget Gray, Pantone Lily Pad এবং Pantone Bronze Green।
Motorola Edge 70 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস অনুযায়ী, নতুন মডেলের Motorola Edge 70 5G স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পাশাপাশি যুক্ত করা হবে 12GB র্যাম+512GB স্টোরেজ। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP68/IP69 রেটিং।
Motorola Edge 70 5G স্মার্টফোনে120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67 ইঞ্চির P-OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিনে (1220x2712 পিক্সেল) রেজোলিউশন এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
ফোনটির রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করতে পারে। সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে 4800mAh ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন