Login Now

Login with email

Forgot Password

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, যেগুলো বাজেট বান্ধব হলেও উন্নত পারফরম্যান্স প্রদান করবে

MobileMaya Team
Publish On: Nov 19,2025 01:55 PM
153

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, যেগুলো বাজেট বান্ধব হলেও উন্নত পারফরম্যান্স প্রদান করবে

Our Rating
8
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 8/10
Processor 8/10
Storage 8/10

স্মার্টফোন বাজারে ২০,০০০ টাকার নিচের বাজেটের মধ্যে ভালো মানের ডিভাইস পাওয়া খুবই সহজ হয়েছে। বিশেষ করে এমন কিছু ফোন রয়েছে যেগুলোতে দ্রুত পারফরম্যান্স, ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইন পাওয়া যাচ্ছে ।

অনেকেই বাজেট‑ফ্রেন্ডলি দারুণ ফিচারযুক্ত স্মার্টফোন কিনতে চায়, যা বর্তমান যুগে খুবই সাধারণ একটি চাহিদা। তাই আপনিও যদি এমন একটি ফোন খুজে থাকেন, যেখানে বাজেট কম কিন্তু পারফরম্যান্স, ক্যামেরা বা ব্যাটারি ব্যাকআপ হবে উন্নত মানের। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ক্রমিক নংফোনের মডেলমূল্য
Samsung Galaxy M14 4G(6/128GB)১৮,৯৯৯ টাকা
Vivo Y29 (6/128GB)১৯, ৯৯৯ টাকা
Helio 100 (8/256GB)১৯, ৯৯৯ টাকা
Oppo A3 (6/128GB)১৮, ৯৯৯ টাকা
Realme C75 (8/128GB)১৯, ৯৯৯ টাকা


১. Samsung Galaxy M14 4G 

ফোনের ফিচারসমূহ:

  • ডিসপ্লে: 6.7-ইঞ্চি Full HD+ IPS LCD
  • চিপসেট: Qualcomm SM6225 Snapdragon 680 4G
  • ভেরিয়েন্ট: (6/128GB) UFS 2.2
  • ক্যামেরা: 50MP + 2MP + 2MP ট্রিপল রিয়ার
  • ব্যাটারি: 5000mAh এবং ফাস্ট চার্জিং 25W

আজকের আর্টিকেলটি Galaxy A15 4G দিয়ে শুরু করতে যাচ্ছি। ফোনটিতে কম বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমে আসি ডিসপ্লেতে, এই ফোনে 6.7- ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ব্যবহারকারীকে দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ফোনটি বাসায় ব্যবহার করলে যেমন রঙের স্বচ্ছতা থাকবে বাইরেও ঠিক  তেমনেই থাকবে।


ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেটে দ্রুত ও মসৃণ স্ক্রলিং সমর্থন করে এবং 450 নীটস পর্যন্ত ডিসপ্লের উজ্জ্বলতা বৃদ্ধি করা যাবে। ক্ষতিকর ব্লু লাইটের মাত্রা কমিয়ে চোখের সুরক্ষা নিশ্চিতের জন্য এতে আই কমফোর্ট শিল্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে Qualcomm SM6225 Snapdragon 680 4G চিপসেট সহ Octa-Core প্রসেসর যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীকে দ্রুত ও মসৃণ পারফরম্যান্স প্রদান করবে।

Galaxy A15 4G ফোনটির রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফলে বাইরে যেমন চমৎকার ছবি তোলার অভিজ্ঞতা দিবে, তেমনি ঘরের আলোতেও  উজ্জ্বল ও স্পষ্ট ছবি নিতে সক্ষম। এই ক্যামেরাতে একটি চমৎকার সুবিধা আছে তা হল। হালকা জুম করলেও রেজোলিউশনে কোনো বড় সমস্যা হয়না। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারবেন। 

প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 2MP মাইক্রো ক্যামেরা এবং 2MP Depth ক্যামেরা যুক্ত আছে। এছাড়াও, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। ফলে যারা বাজেটের মধ্যে ফোন খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি কেনার সুযোগ রয়েছে।  দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই স্মার্টফোনে 5000mAh রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W সুপার ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে। 

২. Vivo Y29 

ফোনের ফিচারসমূহ:

  • ডিসপ্লে: 6.68-ইঞ্চি HD+ IPS LCD
  • ভ্যারিয়েন্ট: (6/128GB) UFS 2.2
  • চিপসেট: Qualcomm Snapdragon 685
  • ক্যামেরা: 50MP + 2MP ডুয়েল রেয়ার
  • ব্যাটারি: 6,500mAh এবং ফাস্ট চার্জিং 44W

কম বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার যুক্ত ফোনের দুই নম্বরে অবস্থান করছে Vivo Y29। ফোনটিতে 6500 mAh ব্যটারি রয়েছে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় এই ফোন ইউজ করার সুবিধা পাবেন। একইসঙ্গে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য রয়েছে 44W ফাস্ট চার্জিং। 

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 685 চিপসেট সহ Octa-Core প্রসেসর যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ডিসপ্লে হিসাবে থাকছে 6.68-ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে।


এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে একটি স্কিন প্রতি সেকেন্ডে 120 বার ছবি বা ফ্রেম রিফ্রেশ করতে পারবে। ফোনটিতে 1000 nits পিক পর্যন্ত ব্রাইটনেস বাড়ানো যাবে।    , 

Vivo Y29 ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফাররা উজ্জ্বল ও স্পষ্ট ছবি নিতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

৩. Helio 100 

ফোনের ফিচারসমূহ:

  • ডিসপ্লে: 6.68-ইঞ্চি HD+ IPS LCD
  • ভ্যারিয়েন্ট:( 8GB+256GB) UFS 2.2
  • চিপসেট: Mediatek Helio G100
  • ক্যামেরা: 64MP + 2MP+0.3 ট্রিপুল রেয়ার
  • ব্যাটারি: 5000mAh এবং ফাস্ট চার্জিং 33W

বাজেট বান্ধব সেরা পাঁচটি ফোনের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে Helio 100 স্মার্টফোন। কম বাজেটের এই ফোনে শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। প্রথমে আসি ফোনের ক্যামেরাই। চমৎকার ডিজাইনের স্মার্টফোনটিতে 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফাররা হাই-কোয়ালিটির ছবি এবং সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকডিং করতে পারবে। রেয়ার ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাও পিছিয়ে নেই। ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। 


এবার জেনে নিন ডিসপ্লেের পারফরম্যান্স সম্পর্কে। ফোনটিতে 6.67- ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা পাবেন দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই স্ক্রিনে সাপোর্ট করে 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পিক ব্রাইটনেস। যা ব্যবহারকারীকে এক সাথে অনেকগুলো ব্রাউজারে কাজ করার সুবিধা দেবে।       

ফোনটি দ্রুত ও স্মুথভাবে পরিচালনা করার জন্য Mediatek Helio G100 প্রসেসর যুক্ত করেছে। 6 ন্যানোমিটার এই চিপসেটটির ক্লক স্পিড 2.2 GHz পর্যন্ত। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। সেই সাথে দ্রুত চার্জ করার জন্য রয়েছে 33W ফাস্ট চার্জিং। 

৪. Oppo A3 

ফোনের ফিচারসমূহ:

  • ডিসপ্লে: 6.68-ইঞ্চি HD+ IPS LCD
  • ভ্যারিয়েন্ট:( 6GB+128GB) UFS 2.2
  • চিপসেট: Qualcomm Snapdragon 6s Gen 1
  • ক্যামেরা: 50MP সিঙ্গেল রেয়ার
  • ব্যাটারি: 5100mAh এবং ফাস্ট চার্জিং 45W

কম বাজেটের পাঁচটি সেরা ফোনের মধ্যে চার নম্বরে অবস্থান করেছে। Oppo A3 স্মার্টফোন। এই ফোনের দাম কম হলেও পারফরম্যান্সের দিক থেকে অনেকটা এগিয়ে আছে। ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 6s Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.3 GHz পর্যন্ত, ফলে ব্যবহারকারীরা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।


Oppo A3 স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা, কারণ এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ IPS LCD দেওয়া হয়েছে।  ফোনটির রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা।

বাজেট বান্ধব এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং। ফলে ব্যবহারকারীকে বার বার চার্জ দেওয়ার ঝামেলা মুক্ত করবে। Oppo কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোনে 50% চার্জ করতে 30 মিনিট সময় লাগবে। 

৫. Realme C75 

ফোনের ফিচারসমূহ:

  • ডিসপ্লে: 6.68-ইঞ্চি HD+ IPS LCD
  • স্টোরেজ: 128GB স্টোরেজ UFS 2.2
  • চিপসেট: Qualcomm Snapdragon 685
  • ক্যামেরা: 50MP + 2MP ডুয়েল রেয়ার
  • ব্যাটারি: 6,500mAh এবং ফাস্ট চার্জিং 44W

সল্প বাজেটের মধ্যে শক্তিশালী পারফরম্যান্সের ফোন Realme C75 সর্বশেষ পাঁচ নম্বরে অবস্থান করছে। এই ফোনের সবচেয়ে উন্নত ও বড় ফিচার হল ব্যাটারি। ফোনটিতে 6000 mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা এই ফোনে একবার চার্জ করলে দীর্ঘ সময় চালানোর সুযোগ পাবে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 45W ফাস্ট চার্জিং।


ব্যবহারকারীকে দারুণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করার জন্য ফোনটিতে  6.72 -ইঞ্চি IPS LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 90 Hz রিফ্রেশ রেট এবং 690 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য রয়েছে Mediatek Helio G92 Max চিপসেট, 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Octa-core প্রসেসরটি 2.0 GHz ক্লক স্পিডে চলে।  

ফটোগ্রাফির জন্য Realme C75 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনে রয়েছে  8MP ফ্রন্ট ক্যামেরা। বাজেট অনুযায়ী ক্যামেরার দিক থেকেও কম রাখেনি রিয়েলমি। 

অবশেষে বলা যায় বর্তমান সময়ে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। তাই আপনিও যদি এমন টা খুজে থাকেন তাহলে উপরের তালিকাই থাকা ৫ টি ফোনের মধ্যে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন। কারণ উপরের ফোনগুলো কম বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স প্রদান করে।  

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions