২০২৫ সালের ২৩শে মে Samsung Galaxy S25 Edge ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পর এবার Samsung Galaxy S26 Edge ডেভেলপ করেছে। এরই মধ্যে ফোনটি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, S26 Edge ছাড়াও স্যামসাং ‘Edge’ সিরিজটি খুব শীঘ্রই একবারে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
প্রতিষ্ঠানের এক কর্মচারী জানিয়েছে, স্যামসাং Edge সিরিজ একবার বন্ধ হলে আর তৈরি করা হবেনা। তবে যেহেতু Samsung Galaxy S26 Edge ইতিমধ্যে ডেভেলপ করা হয়েছে, তাই পরবর্তীতে এই স্মার্টফোন অন্য নামে লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুন: এখন থেকে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেসবুক প্রোফাইল লিংক
স্যামসাং Edge সিরিজের স্মার্টফোন তৈরির পরিবর্তে তারা এখন ফ্ল্যাগশিপ Galaxy S26 লাইনআপের বাকি মডেলগুলোর ওপর মনোযোগ দিতে পারে, যার মধ্যে Samsung Galaxy S26 সহ Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra অন্তর্ভুক্ত থাকবে।
Samsung Galaxy S26 Edge বাতিল হওয়ার কারণ হল গতবার লঞ্চ করা S25 Edge স্মার্টফোনটি পারফরম্যান্স খারাপ এবং সেলের পরিমান কম হয়েছিলো। তবে S25 Edge ফোনের স্টক শেষ হলে এটিও বন্ধ করে দিবে বলে জানিয়েছে স্যামসাং প্রতিষ্ঠানটি।
সোর্স: স্যামসাং