দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে Apple iPhone 17 Air স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। নতুন এই ফোনটি মাত্র 5.64 মিমি থিকনেস এবং 165 গ্রাম ওজনে তৈরি করা। ফোনের ব্যাক প্যানেলে Ceramic Shield প্রটেক্ট রয়েছে। কোম্পানির দেওয়া বক্তব্য অনুযায়ী, এটি 4 গুণ স্ক্র্যাচ রেজিস্টেন্ট করতে পারবে খুব সহজেই।
Apple iPhone 17 Air ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ফোনে f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে সেন্সর-শিফ্ট OIS এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এবার জেনে নিন ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- iPhone 17 Air স্মার্টফোনের থিকনেস মাত্র 5.64 মিমি
- সাথে থাকছে LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে।
- ফোনটিতে Apple A19 Pro প্রসেসর দেওয়া হয়েছে ।
iPhone 17 Air ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
iPhone Air 17 (8GB + 256GB) | ২০৯,৯৯৯ টাকা (অফিসিয়াল) |
তথ্য অনুযায়ী, iPhone 17 Air ফোনটি বাংলাদেশের বাজারে 8GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার অফিসিয়াল দাম ১৭৯,৯৯৯ টাকা। ফোনটি Space Black, Cloud White, Light Gold এবং Sky Blue কালারে পাওয়া যাবে। বর্তমানে ফোনটি বাংলাদেশে অ্যাপল অনুমোদিত শপে বিক্রি শুরু করেছে।
iPhone 17 Air ফোনের স্পেসিফিকেশন
iPhone 17 Air ফোনে ব্যবহার করা হয়েছে 6.5-ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যা 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড। স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে Ceramic Shield Glass 2। স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Apple A19 Pro প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল কালার LED ফ্ল্যাশ সহ 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে মাইক্রো মোড, কন্টিনুয়াস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড (HDR) এবং বার্স্ট মোড সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 18MP ক্যামেরা। স্লিম ডিজাইনের এই ফোনটির থিকনেস 5.6mm এবং ওজন মাত্র 165 গ্রাম।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3149mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে 20W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। জানা গেছে, ফোনটিতে 30 মিনিটে 50% চার্জ হবে। ফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।
দৈনন্দিন ব্যবহারে ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে এই ফোনে IP68 রেটিং যোগ করা হয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আইডি, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ সাপোর্ট করে। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে (8GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে।