১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে Infinix তাদের নতুন স্মার্টফোন Infinix GT 30 বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, নতুন এই ফোনে এক্সট্রা গেমিং কন্ট্রোলের সুবিধা পেতে GT Trigger যোগ করা হয়েছে, যেগুলো ফোনের উপরের পাশে থাকে এবং গেম খেলার সময় বিশেষ বাটুনের মতো কাজ করে।
Infinix GT 30 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও, রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, ফলে গেমিং ও ভিডিও দেখার সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং সাপোর্ট করে। চলুন এবার জেনে নেওয়া যাক নতুন এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Infinix GT 30 5G ফোনে 64MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
- সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 7400 প্রসেসর।
Infinix GT 30 5Gফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Infinix GT 30 5G (8GB +256 GB) | ৩০,৯৯৯ টাকা (অফিশিয়াল ) |
তথ্য অনুযায়ী, Infinix GT 30 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্ট এসেছে, যার (8GB র্যাম + 256GB স্টোরেজ ) এর দাম নির্ধারণ করা হয়েছে ৩০,৯৯৯ টাকা। চারটি আকর্ষণীয় কালারে এই ফোন পাওয়া যাবে Cyber Blue, Pulse Green, Shadow Ash এবং Blade White। ফোনের সাথে উপহার হিসাবে থাকবে একটি Power Bank, Hand Fan এবং Neckband। ইতিমধ্যে ফোনটি কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে বিক্রি শুরু হয়েছে।
Infinix GT 30 5G ফোনের স্পেসিফিকেশন
Infinix GT 30 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে , যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 7400 (4nm) চিপসেট দেওয়া হয়েছে। এতে (8GB র্যাম+ 256 GB স্টোরেজ) থাকার ফলে ফলে একাধিক অ্যাপ ব্যবহার, গেম খেলা বা বড় ফাইল সংরক্ষণ করার সুবিধা পাওয়া যায়।
ফোনের রেয়ারে ডুয়াল LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডুয়াল ভিডিও রেকর্ডিং, ব্লগ মোড সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
নতুন মডেলের এই ফোনে রয়েছে 5500mAh ব্যাটারি, ফলে একবার ফুল চার্জ করলে সারাদিন চলবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং যোগ করা হয়েছে। ফোনটি XOS 15 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।
ধুলাবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। Infinix GT 30 ফোনটির সবচেয়ে চমৎকার একটি ফিচার হল GT Trigger যা গেমারদের বাড়তি সুবিধা এনে দেয়। সিকিউরিটির জন্য ফোনটিতে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস, জায়রোস্কোপ দেওয়া হয়েছে।
সোর্স :ক্লিক করুন