বাংলাদেশে ব্যবহার করা অনিবন্ধিত মোবাইল ফোনগুলো খুব শীঘ্রই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই উদ্দেশ্যে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা।
নতুন এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি মোবাইল ফোনের বৈধ আইএমইআই নম্বর ব্যবহারকারীর এনআইডি ও সিম কার্ডের তথ্যের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করা হবে। ফলে খুব সহজেই জানা যাবে কোন ফোন বৈধ আর কোনটি অননুমোদিত।
এনইআইআর সিস্টেম যেভাবে কাজ করে
এনইআইআর ডেটাবেজে প্রতিটি মোবাইল ফোনের আলাদা আইএমইআই নম্বর সংরক্ষিত থাকে। যার ফলে কোনো ফোনে নেটওয়ার্ক কানেক্ট থাকলে, তখন সেই আইএমইআই নম্বরটি এনইআইআর সিস্টেমের সঙ্গে যাচাই করা হয়।
ফোনটি যদি নিবন্ধিত ও বৈধ হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে কাজ করবে। তবে অনিবন্ধিত আইএমইআই থাকলে ফোনটি অটোমেটিক ব্লক হয়ে যাবে এবং পরবর্তীতে এই ফোনে আর নেটওয়ার্ক সংযুক্ত করতে পারবেনা।
অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার প্রক্রিয়া
অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। তারপর পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল ফোনটির IMEI নম্বর দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি যেমন,পাসপোর্টের ভিসা অথবা ইমিগ্রেশন তথ্য, ক্রয় রশিদ ইত্যাদি আপলোড করে Submit বাটনটি ক্লিক করুন।
স্মার্টফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর যদি মোবাইল ফোন অবৈধ হয় তাহলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে এবং পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। সেই সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ফোনের নেটওয়ার্ক সংযোগ বন্ধ হয়ে যাবে।
তবে যাদের মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেস নাই তারা চাইলে অপারেটরদের সেবা কেন্দ্র বা ইউএসএসডি কোড *১৬১৬১# ডায়াল করে যাচাইকরণ ও নিবন্ধন করতে পারেন।
বিদেশ থেকে ক্রয় করা বা উপহার পাওয়া ফোনের নিবন্ধন প্রক্রিয়া
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন নিবন্ধন করার জন্য পাসপোর্টের ব্যক্তিগত তথ্যযুক্ত পাতার ছবি, পাসপোর্টে ইমিগ্রেশন সিল থাকা পাতার ছবি, ক্রয় রশিদ এবং কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে। তবে উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে ওপরের কাগজগুলোর সঙ্গে অতিরিক্তভাবে উপহারদাতার প্রত্যয়নপত্র দিতে হবে।
মোবাইল নিবন্ধিত আছে নাকি তা জানার উপায়
ব্যবহারকারীর মোবাইল ফোনের নিবন্ধন চেক করার জন্য ফোনে যেকোনো একটি সিম চালু করতে হবে এরপর মেসেজ অপশনে গিয়ে KYD<স্পেস>মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। তাহলে কিছুক্ষনের ভিতর ব্যাবহারকারীর ফোনে একটি এসএমএস আসবে তার মাধ্যমে জানা যাবে ফোন নিবন্ধিত নাকি অনিবন্ধিত।
সোর্স: বিটিআরসি