OPPO-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন OPPO Find X9 Pro এখন বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। নতুন মডেলের এই ফোনটিতে একটি স্কয়ারিকল ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে তিনটি শক্তিশালী ক্যামেরা সেন্সর। এই মডিউলটির চারপাশে রিং-আকৃতির LED লাইট যুক্ত আছে, ফলে এটি ছবি ও ভিডিও তোলার সময় উন্নত আলো সরবরাহ করে।
OPPO Find X9 Pro স্মার্টফোনে 200MP পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা রয়েছে, যা সাধারণ ফোনের ক্যামেরার তুলনায় এটি উন্নত মানের জুম সক্ষমতা, ম্যাক্রো ফোকাসের মতো নতুন অভিজ্ঞতা প্রদান করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে আনঅফিশিয়ালি দাম।
হাইলাইটস
- OPPO Find X9 Pro ফোনে রয়েছে 7500mAh ব্যাটারি।
- সাথে থাকছে 200MP পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা।
- ফোনটিতে Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে।
OPPO Find X9 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| OPPO Find X9 Pro (12GB+256GB) | ১,১২,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
OPPO- এর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে OPPO Find X9 Pro স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনটির (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,১২,০০০ টাকা। আনঅফিশিয়ালি এই ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে পাওয়া যাচ্ছে Silk White, Titanium Charcoal এবং Velvet Red।
OPPO Find X9 Pro ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফির জন্য OPPO Find X9 Pro ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
OPPO Find X9 Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1272 x 2772 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর রয়েছে, 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.21 GHz পর্যন্ত।

ফোনটিতে শক্তিশালী 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনে থাকছে IP68/IP69 রেটিং।
নতুন এই ফোনে Oppo এর Trinity Engine ফিচার রয়েছে, যা গেম খেলা বা জটিল কাজ চলাকালীন সময়ে স্মুথ পারফরম্যান্স মেন্টেন করতে সক্ষম, ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। বর্তমানে এটি (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
সোর্স: এখানে ক্লিক করুন