স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S26 Series লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই ফাঁস হয়েছে এই সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন। জানা গেছে, Galaxy S26 সিরিজের অধীনে Samsung Galaxy S26, Samsung Galaxy S26 Plus এবং Samsung Galaxy S26 Ultra মডেলগুলো বাজারে আসবে। যদিও কোম্পানিটি এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি, জানা যাচ্ছে নতুন এই সিরিজটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উন্মোচিত হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে ব্যবহার করতে পারে। পাশাপাশি দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। Samsung Galaxy S26 সিরিজের অধীনে থাকা তিনটি স্মার্টফোনই One UI 7 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। চলুন এবার জেনে নেওয়া যাক Galaxy S26 সিরিজের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Samsung Galaxy S26 সিরিজে IP68 রেটিং সাপোর্ট করতে পারে।
- পাশাপাশি Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে
- এই সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে I
Samsung Galaxy S26 Series ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Samsung Galaxy S26 (12GB +256GB) | ৯০,০০০ টাকা |
| Samsung Galaxy S26 Plus (12GB +256GB) | ১,২০,০০০ টাকা |
| Samsung Galaxy S26 Ultra (12GB +512GB) | ১,৫০,০০০ টাকা |
জানা যাচ্ছে, Galaxy S26 Series- এর মধ্যে Samsung Galaxy S26 ফোনের (12GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯০,০০০ টাকা হতে পারে, Samsung Galaxy S26 Plus ফোনের (12GB র্যাম +256GB স্টোরেজ) এর আনুমানিক দাম ১,২০,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং Samsung Galaxy S26 Ultra ফোনের (12GB র্যাম +512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৫০,০০০ টাকা হতে পারে। এই সিরিজটি Titanium Silver Blue, Titanium Black, Titanium White Silver, Titanium Grey, Titanium Jade Green, Titanium Jet Black, Titanium Pink Gold কালারে আসতে পারে।
Samsung Galaxy S26 ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy S26 স্মার্টফোনে 6.3 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1080x2340 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করার জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য নতুন এই ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 12MP টেলিফটো ক্যামেরা যোগ করতে পারে। সেলফির জন্য ফোনের সামনে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে 4300mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি 12GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।
ফোনটিতে IP68 রেটিং থাকতে পারে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে। ফোনটি One UI 7 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করতে পারে। ফোনটিতে USB চার্জিং পোর্ট, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
Samsung Galaxy S26 Plus ফোনের স্পেসিফিকেশন
বিভিন্ন প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে 6.7 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1440x3120 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়াও, ফোনটিতে Corning Gorilla Glass Victus 2 স্ক্রিন প্রোটেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.47 GHz পর্যন্ত হবে। একই সঙ্গে ফোনটিতে 12GB র্যাম +256GB স্টোরেজ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফোনটি One UI 7 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 Plus ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে 4900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সিকিউরিটির জন্য এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করতে পারে। ফোনটিতে USB চার্জিং পোর্ট, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটিতে IP68 রেটিং দেওয়া হতে পারে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।
Samsung Galaxy S26 Ultra ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনের রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা, 12MP টেলিফটো ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে ফোনটির সামনে ব্যবহার করা হবে 12MP ফ্রন্ট ক্যামেরা।
নতুন মডেলের এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে দেওয়া হতে পারে। স্ক্রিন প্রোটেকশনের জন্য ফোনটিতে Corning Gorilla Glass Victus 2 ব্যবহার করতে পারে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য এই ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে 5400mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য IP68 রেটিং যোগ করতে পারে। ফোনটি One UI 7 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 12GB র্যাম +512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন