Walton তাদের নতুন মডেল Walton NEXG N28 4G স্মার্টফোন বাংলাদেশে ৩০ জানুয়ারি অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.7 ইঞ্চির IPS INCELL ডিসপ্লে, যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা গেম খেলার অভিজ্ঞতাকে আরও স্মুথ, সহজ ও আরামদায়ক করে তোলে।
Walton NEXG N28 4G স্মার্টফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছারা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Walton NEXG N28 4G স্মার্টফোনে রয়েছে 6000mAh বড় ব্যাটারি।
- সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS INCELL ডিসপ্লে।
- ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP Sony IMX855 রেয়ার ক্যামেরা।
Walton NEXG N28 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Walton NEXG N28 4G (8GB+256GB) | ১৬,২৯৯ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Walton NEXG N28 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,২৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Meteor Blue, Hunter Green এবং Charcoal Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।
Walton NEXG N28 4G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Walton NEXG N28 4G স্মার্টফোনে 6.7 ইঞ্চির IPS INCELL ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 480nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছারা পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Mediatek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX855 প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP অক্সিলিয়ারি লেন্স। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।
Walton NEXG N28 4G স্মার্টফোনে রয়েছে বড় 6000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। এছারা সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই ফোন বাংলাদেশে (8GB র্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
সোর্স: এখানে ক্লিক করুন