স্যামসাং তাদের গ্যালাক্সি S26 সিরিজের ফোনগুলো ২০২৬ সালে জানুয়ারির মাঝামাঝিতে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে দেরিতে তৈরি হওয়ার কারণে লঞ্চের তারিখ পিছিয়ে যাচ্ছে।
সম্প্রতি একটি গুজব থেকে জানা গেছে, গ্যালাক্সি S26 সিরিজর ফোনটি মার্চ মাসে বাজারে আসবে। এরইমধ্যে স্যামসাং প্রাথমিকভাবে ডিসেম্বরে তিনটি গ্যালাক্সি S26 মডেল তৈরি করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কোরিয়ার এক প্রতিবেদন।
কিন্তু গ্যালাক্সি S26 Edge সিরিজের উন্নয়ন বাতিল হওয়ার কারণে, স্যামসাং আগামী ডিসেম্বরে গ্যালাক্সি S26 Ultra তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে গ্যালাক্সি S26 এবং গ্যালাক্সি S26+ মডেল নির্মিত হবে জানুয়ারি মাসে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, স্যামসাং এখন গ্যালাক্সি S26+ তৈরি করার জন্য অতিরিক্ত এক থেকে দুই মাস সময় নিতে পারে। ইতিমধ্যে গ্যালাক্সি S26 এবং গ্যালাক্সি S26 Ultra উন্নয়ন সম্পন্ন হয়েছে, তাই এবার S26 Ultra প্রথমে তৈরি হবে। এরপর গ্যালাক্সি S26 এবং S26+ তৈরি করবে।