নাথিং তাদের নতুন স্মার্টফোন Nothing Phone (3a) Lite আগামী 29 অক্টোবর 2025 তারিখে উন্মোচন করবে। যদিও বাংলাদেশে এই ফোনের লঞ্চ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই এটি বাংলাদেশের বাজারে আসতে পারে। ফোনটি লঞ্চের আগেই কোম্পানি X-এ একটি ডিজাইন টিজারের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছে।
X-এর পোস্টে দেখা গেছে ফোনটির পিছনের অংশে একটি ছোট LED ফ্ল্যাশ জ্বলছে, যা অন্যান্য Nothing স্মার্টফোনের Glyph LED ফ্ল্যাশের মতো। পোস্টের ক্যাপশনে লেখা ছিলো প্রতিদিন আলো জ্বালাও, এটি দেখে অনেকেই মনে করছে, ছোট LED ফ্ল্যাশটি 3a Lite ফোনের একটি দারুন বা আকর্ষণীয় ফিচার হতে পারে।
Nothing Phone (3a) Lite স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77-ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার করতে পারে। নতুন এই ফোনে সিঙ্গেল 8GB র্যাম + 128GB স্টোরেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Nothing Phone (3a) Lite স্মার্টফোনের সম্ভাব্য দাম
নতুন মডেলের Nothing Phone (3a) Lite স্মার্টফোনটি কমপক্ষে 8GB র্যাম+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে বেশ কিছু দেশে ফোনটি আলাদা ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন