Xiaomi তাদের নতুন স্মার্টফোন Xiaomi Redmi Note 15 5G গত ১৫ জানুয়ারি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটির বডি মাত্র 7.3 মিমি স্লিম, যার ফলে হাতে ধরলে ফোনটি খুবই হালকা মনে হয় এবং ব্যবহার করতেও বেশ আরামদায়ক লাগে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে Curved AMOLED ডিসপ্লে।
Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা, যা ছবি তোলার সময় প্রতিটি ডিটেইল নিখুঁতভাবে ধরে রাখে, ফলে ছবির রং এবং টেক্সচার আরও পরিষ্কার, উজ্জ্বল ও প্রাণবন্তভাবে ফুটে ওঠে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।
হাইলাইটস
- Xiaomi Redmi Note 15 5G ফোনের বডি 7.3mm স্লিম।
- ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
- পাশাপাশি এই ফোনে রয়েছে Curved AMOLED ডিসপ্লে ।
Xiaomi Redmi Note 15 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Xiaomi Redmi Note 15 5G (8GB +256GB) |
Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনটি স্লিম বডি এবং শক্তিশালী ক্যামেরা সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভেরিয়েন্টের অফিশিয়াল দাম ৩৬,৯৯৯ টাকা। ফোনটি Glacier Blue, Black এবং Mist Purple কালারে রয়েছে। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।
Xiaomi Redmi Note 15 5G ফোনের স্পেসিপিকেশন
Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 6 Gen 3 প্রসেসর, যা হালকা গেমিং এবং সাধারণ ব্যবহারে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 3200nits পিক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির বডি 7.3mm স্লিম এবং ওজন 178 গ্রাম।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে f/1.7 অ্যাপারচারের 108MP প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারের 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Xiaomi HyperOS 2 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5520mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং। জানা গেছে, এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার। এছাড়া ফোনটিতে IP65/IP66 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।
সোর্স: এখানে ক্লিক করুন