গত 23 অক্টোবর 2025 তারিখে, Xiaomi তাদের নতুন স্মার্টফোন Xiaomi Redmi K90 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi Redmi K90 এবং Xiaomi Redmi K90 Pro Max দুইটি শক্তিশালী ফোন বাজারে এসেছে। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।
Xiaomi Redmi K90 স্মার্টফোনে 7100mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। যা দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে এবং বার বার চার্জ দেওয়ার ঝামেলা মুক্ত করবে। নতুন এই ফোনে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। চলুন তাহলে জেনে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Xiaomi Redmi K90 ফোনে রয়েছে IP68/IP69 রেটিং।
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ।
- ফোনটিতে 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Xiaomi Redmi K90 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | চীনে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Xiaomi Redmi K90(12GB +256GB) | ২,৫৯৯ CNY | ৫০,০০০ টাকা |
তথ্য অনুয়ায়ী, চীনের বাজারে Xiaomi Redmi K90 স্মার্টফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ CNY। বাংলাদেশে এর দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি চারটি আকর্ষণীয় কালারে লঞ্চ হয়েছে Light Purple, Water Blue, White এবং Black।
Xiaomi Redmi K90 ফোনের স্পেসিফিকেশন
Xiaomi Redmi K90 স্মার্টফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 3500 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে 12GB র্যাম + 256GB স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের রেয়ারে ট্রিপল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50 MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে যোগ করা হয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Xiaomi Redmi K90 ফোনটিতে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং।
নতুন এই স্মার্টফোনে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি HyperOS 3.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে ।
সোর্স: এখানে ক্লিক করুন