Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোন গত 23 অক্টোবর 2025 তারিখে চীনের বাজারে লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, নতুন এই ফোনে আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত ও আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে, যা গেম খেলা বা ভিডিও দেখার সময় দ্রুত ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে।
Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোনে রয়েছে শক্তিশালী 7560mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।
হাইলাইটস
- Xiaomi Redmi K90 Pro Max ফোনে রয়েছে 7560mAh ব্যাটারিI
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ।
- ফোনটিতে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে।
Xiaomi Redmi K90 Pro Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | চীনে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Xiaomi Redmi K90 Pro Max (12GB +256GB) | ৩,৯৯৯ CNY | ৭০,০০০ টাকা |
তথ্য অনুয়ায়ী, Xiaomi Redmi K90 Pro Max একটি ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোন, যা উন্নত ফিচার ও চমৎকার ডিজাইনের সমন্বয়ে স্মার্টফোনপ্রেমীদের খুব সহজেই নজর কাড়বে। চীনের বাজারে ফোনটি (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ CNY। বাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ৭০,০০০ টাকা হতে পারে। ফোনটি Light Purple, Water Blue, White এবং Black কালারে লঞ্চ করা হয়েছে।
Xiaomi Redmi K90 Pro Max ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোনে 6.9 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1200x2608 পিক্সেল) রেজোলিউশন রেট এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত। একইসঙ্গে ফোনটিতে যুক্ত আছে 12GB র্যাম+256GB স্টোরেজ। ফোনটি সর্বশেষ Android 16 ভিত্তিক HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে চলে।

Xiaomi Redmi K90 Pro Max ফোনে শক্তিশালী 7560mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট ও NFC সাপোর্ট করে।
ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।
সোর্স: এখানে ক্লিক করুন