গত 9 ডিসেম্বর 2025 তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Xiaomi Poco C85 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চির করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালভাবে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে বলে জানা গেছে।
Xiaomi তাদের Xiaomi Poco C85 5G স্মার্টফোনে Mediatek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Xiaomi Poco C85 5G ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি।
- ফোনটিতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- এই ফোনে Mediatek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Xiaomi Poco C85 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | ভারতের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Xiaomi Poco C85 5G (4GB +128GB) | ১০,৯৯৯ রূপি | ১৮,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Xiaomi Poco C85 5G স্মার্টফোন গত 9 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনটি শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসছে। ফোনের 4GB র্যাম+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের সম্ভাব্য দাম প্রায় ১৮,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Mystic Purple, Spring Green এবং Power Black।
Xiaomi Poco C85 5G ফোনের স্পেসিফিকেশন
Xiaomi Poco C85 5G স্মার্টফোনে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 810 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত।

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং। তথ্য অনুযায়ী, এই ফোনে 28 মিনিটে 50% চার্জ করা যায়। ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে থাকছে IP64 রেটিং।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ব্যবহার করা হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। ফোনটি HyperOS 2 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া ফোনে যুক্ত আছে 4GB র্যাম+128GB স্টোরেজ।
সোর্স: এখানে ক্লিক করুন