Vivo তাদের আসন্ন মডেল Vivo Y500 Pro 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আগামী 10 নভেম্বর, আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হলো ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি । তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।
জানা গেছে, Vivo Y500 Pro 5G স্মার্টফোনে থাকবে 200MP রেয়ার ক্যমেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে দেওয়া হবে শক্তিশালী 7000mAh ব্যাটারি। পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যুক্ত করা হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Vivo Y500 Pro 5G ফোনে থাকবে 200MP রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি 7000mAh ব্যাটারি ব্যবহার করা হবে।
- ফোনটিতে Mediatek Dimensity 7400 দেওয়া হবে।
Vivo Y500 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Vivo Y500 Pro 5G (12GB+256GB) | ৫০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, চীনের বাজারে Vivo Y500 Pro 5G স্মার্টফোনটি 12GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি চারটি আকর্ষণীয় কালারে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে Black, Green, Pink এবং Gold ।
Vivo Y500 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo Y500 Pro 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Mediatek Dimensity 7400 প্রসেসর ব্যবহার করা হবে।
ফটোগ্রাফারদের নজর কাড়তে এই ফোনের রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হবে, পাশাপাশি 8MP সেকেন্ডারি ক্যামেরা এবং 0.08 MP অক্সিলিয়ারি লেন্স যুক্ত করতে পারে। সেলফির জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে Vivo Y500 Pro 5G স্মার্টফোনে দেওয়া হবে 7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP69/IP68 রেটিং। ফোনটি OriginOS 6 ভিত্তিক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 5G নেটওয়ার্ক এবং UFS 4.1 সাপোর্ট করবে। ফোনটি 12GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করতে পারে।
সোর্সঃ ক্লিক করুন