2022 সালে ভিভো Y21-সিরিজের একাধিক স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয়েছিলো। এবার তারা একই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন Vivo Y21d গত 15 সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে শক্তিশালী ব্যটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। বর্তমানে এই ফোনটি ভিভো রিটেলার শপে বিক্রি শুরু হয়ে গেছে।
Vivo Y21d স্মার্টফোনের চমৎকার একটি দিক হলো IP68 / IP69+ রেটিং যুক্ত বডি। যার ফলে ফোনটি ভেজা হাতে ব্যবহার করা যাবে এবং পানির ভিতরেও খুব সহজেই ছবি তুলতে সক্ষম। এছাড়াও, ফোনটি শক্ত জায়গায় পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। কারণ এতে রয়েছে অ্যান্টি ড্রপ ডিজাইন। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইট
- Vivo Y21d স্মার্টফোনে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে।
- সাথে থাকছে 6500mAh ব্যাটারি।
- ফোনটিতে রয়েছে Unisoc T7200 প্রসেসর।
Vivo Y21d ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Vivo Y21d (6GB+128GB) | ১৮,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
Vivo Y21d (8GB+128GB) | ২০,৯৯৯ টাকা (অফিশিয়াল ) |
Vivo Y21d স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, যার মধ্যে (6GB র্যাম + 128GBস্টোরেজ) এর দাম ১৮,৯৯৯ টাকা এবং (8GB র্যাম + 128GBস্টোরেজ) এর দাম ২০,৯৯৯ টাকা। ফোনটি Jade Green এবং Coral Red কালারে ডিজাইন করা হয়েছে। এই ফোনের সাথে একটি Neckband এবং একটি Smart Watch উপহার হিসেবে দেয়া হচ্ছে।
Vivo Y21d এর স্পেসিফিকেশন
Vivo Y21d স্মার্টফোনে 6.68 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস এবং 64-বিট আউটপুট সাপোর্ট করে। পারফরম্যান্স প্রদানের জন্য ফোনটিতে (12nm) ফেব্রিকেশনে তৈরি Unisoc T7200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে ফোনটি (6GB র্যাম +128 GBস্টোরেজ) এবং( 8GB র্যাম +128 GBস্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP সেকেন্ডারি ক্যামেরা সাপোর্ট করে। একইভাবে ফোনের সামনে ব্যবহার করা হয়েছে f/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা।
দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y21d স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং রয়েছে। কোম্পানির দেওয়া বক্তব্য অনুযায়ী, এই ফোনে 0 থেকে 50% চার্জ হতে মাত্র 38 মিনিট সময় লাগবে। ফোনটিতে একবার ফুল চার্জ করলে 6.8 দিনের স্ট্যান্ডবাই, 21.6 ঘন্টা ইউটিউব প্লেব্যাক এবং 19 ঘন্টা টিকটক প্লেব্যাক উপভোগ করা যাবে।
পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল সিম সাপোর্ট এবং USB Type-C পোর্ট। ফোনটি Funtouch OS 15 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।
সোর্স :ক্লিক করুন