গত 13 অক্টোবর, Vivo তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 Pro চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। নতুন মডেলের এই ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা যাচ্ছে, খুব শীঘ্রই এটি অফিশিয়ালভাবে বাংলাদেশের বাজারে আসতে পারে। ফোনটির আকর্ষণীয় দিক হলো রেয়ার ক্যামেরা। কারণ এতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে, যার ফলে অনেক বেশি অপটিক্যাল জুম করেও হাই - কোয়ালিটি ছবি তুলা যায়।
Vivo X300 Pro স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটিতে শক্তিশালী 6510mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির দাম ও ফিচার।
হাইলাইটস
- Vivo X300 Pro স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি ফোনটিতে 6510mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সাথে থাকছে Mediatek Dimensity 9500 প্রসেসর।
Vivo X300 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | চীনের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Vivo X300 Pro (12GB +256GB) | ৫,২৯৯ CNY | ১,০০০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Vivo X300 Pro ফোনটি চীনের বাজারে (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,২৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে প্রায় ১,০০০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ করা হয়েছে Black, Blue, White এবং Brown। নতুন মডেলের এই স্মার্টফোন বর্তমানে চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে, তবে 17 অক্টোবর থেকে কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাবে।
Vivo X300 Pro ফোনের স্পেসিফিকেশন
Vivo X300 Pro ফোনটি ফটোগ্রাফি প্রেমীদের জন্য দারুণ এক চমক। কারণ এই ফোনের রেয়ারে রয়েছে শক্তিশালী LED ফ্ল্যাশসহ 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। যার মাধ্যমে হাইকোয়ালিটি ছবি ও 8K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo X300 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে। এই স্ক্রিনে (1260 x 2800) পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 9500 প্রসেসর। এই চিপসেটটি আধুনিক ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হয়েছে যার ক্লক স্পিড 2.7 গিগাহার্টজ থেকে 4.21 গিগাহার্টজ পর্যন্ত।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6510 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। বর্তমানে এটি 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
এই স্মার্টফোনে রয়েছে IP68/IP69 রেটিং, যা পানির ছিটা ও ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে। নিরাপত্তার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাই-স্পেক USB Type-C পোর্ট। ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে Origin OS 6 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।
সোর্সঃ ক্লিক করুন