Vivo-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। ভিভো জানিয়েছে, যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এই ফোনটি চমৎকার একটি অপশন হতে পারে, কারণ উন্নত ফিচার এবং স্টাইলিশ লুকে ডিজাইন করা এই ফোনের আছে 200MP রেয়ারে ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।
Vivo তাদের নতুন মডেল Vivo X300 স্মার্টফোনে 6040mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং যোগ করেছে। স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে শক্তিশালী Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে, 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.7 গিগাহার্টজ থেকে 4.21 গিগাহার্টজ পর্যন্ত। জেনে নিন ফোনটির বাংলাদেশে দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Vivo X300 স্মার্টফোনে 200MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।
- ফোনটিতে 6040mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
- পারফরম্যান্সের জন্য রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর।
Vivo X300 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Vivo X300 (12GB +256GB) | ৮৩,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
| Vivo X300 (12GB +512GB) | ১,০৯,৫০০টাকা (আনঅফিশিয়াল) |
| Vivo X300 (16GB +512GB) | ১,১৯,৫০০ টাকা (আনঅফিশিয়াল) |
Vivo X300 ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Vivo X300 ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।

Vivo X300 স্মার্টফোনে 6.31 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 nits পিক ব্রাইটনেস এবং (1216 x 2640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 9500 প্রসেসর, যার ক্লক স্পিড 2.7 গিগাহার্টজ থেকে 4.21 গিগাহার্টজ পর্যন্ত। ফোনটি Origin OS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
Vivo X300 স্মার্টফোনে 6040mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য থাকছে IP68/IP69 রেটিং। ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস, জায়রোস্কোপ যোগ করা হয়েছে।
সোর্সঃ ক্লিক করুন