গত ৫ অক্টোবর, Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo V60 Lite 4G বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। শুরুতেই জানিয়ে রাখি, নতুন মডেলের Vivo V60 Lite 4G স্মার্টফোনটি আপগ্রেডেড ডিজাইন এবং ফিচার সহ পেশ করেছে। অর্থাৎ, 5G ভার্সনের সাথে কিছু ফিচার মিল থাকবে 4G ভার্সনের এই ফোনে। বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারির মধ্য কোন পরিবর্তন আনা হয়নি।
Vivo V60 Lite 4G ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 6500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং। ব্যবহারকারীদের জন্য স্পষ্ট ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টের 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
হাইলাইট
- Vivo V60 Lite 4G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর।
Vivo V60 Lite 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Vivo V60 Lite 4G (8GB+256GB) | ৩৪,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
Vivo V60 Lite 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট এসেছে, যার (8GB র্যাম +256GB স্টোরেজ) এর দাম ৩৪,৯৯৯ টাকা। ফোনটি Black এবং Blue কালারে লঞ্চ হয়েছে। ফোনটি এখন ভিভোর ব্র্যান্ড শপ, অনুমোদিত দোকান ও অনলাইন শপগুলোতে সহজে পাওয়া যাচ্ছে। এই ফোনের সাথে একটা RIRO S90 পাওয়ারব্যাঙ্ক এবং একটি ট্র্যাভেল ব্যাগ উপহার হিসেবে দেয়া হচ্ছে।
Vivo V60 Lite 4G এর স্পেসিফিকেশন
Vivo V60 Lite 4G স্মার্টফোনে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার সাথে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 685 চিপসেট। পাশাপাশি (8GB র্যাম+ 256 GB স্টোরেজ) রয়েছে, যেখানে একাধিক অ্যাপ ব্যবহার, গেম খেলা বা বড় ফাইল সংরক্ষণের সুবিধা দেবে।
ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্লাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এতে পোর্ট্রেট মোড, নাইট মোড, লাইভ ফটো এবং টাইমল্যাপসের মতো একাধিক ফিচার সাপোর্ট করে, সেলফির জন্য সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।
Vivo V60 স্মার্টফোনে 6500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 55 মিনিটে 100% চার্জ হবে। ধুলোবালি প্রতিরোধের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং।
সোর্স : ক্লিক করুন