দীর্ঘ অপেক্ষার পর অবশেষে Vivo তাদের নতুন সিরিজ Vivo S50 আগামী 15 ডিসেম্বর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ডিজাইন এবং কালার। জানা গেছে, এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini স্মার্টফোন বাজারে আসবে। Vivo S50–এর পিছনের প্যানেল বেশ ফ্ল্যাট রাখা হবে এবং ফোনের চারপাশের কোণগুলো মসৃণভাবে বাঁকানো, যাতে হাতে ধরতে আরাম লাগে। আর Vivo S50 Pro Mini মডেলে থাকবে এয়ারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ও নতুন সাটিন ফিনিশ, যার কারণে এর পিছন অংশ হবে ম্যাট, মসৃণ এবং হাতে নিলে প্রিমিয়াম ফিল দেবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo S50 মডেলটি Black, Purple, Blue এবং White কালারে আসতে পারে। আর Vivo S50 Pro Mini পাওয়া যেতে পারে Black, Purple ও White কালারে। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে দুই ফোনেই থাকতে পারে 6500mAh ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক সিরিজটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Vivo S50 সিরিজে 50MP ট্রিপুল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে।
- এই সিরিজে শক্তিশালী 6500mAh বড় ব্যাটারি যুক্ত করতে পারে।
- পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Vivo S50 সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Vivo S50 (12GB+256GB) | ৬০,০০০ টাকা |
| Vivo S50 Pro Mini (12GB+256GB) | ৭০,০০০ টাকা |
জানা গেছে, Vivo S50 সিরিজের দুইটি স্মার্টফোনই আগামী 15 ডিসেম্বর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ফোনগুলো (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে,Vivo S50 ফোনের দাম ৬০,০০০ টাকা এবং Vivo S50 Pro Mini ফোনটির দাম প্রায় ৭০,০০০ টাকা হতে পারে।
Vivo S50 ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo S50 স্মার্টফোনে 6.67 ইঞ্চির AMOLED যুক্ত করতে পারে, এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1260x2800 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। পাশাপাশি দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50 MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিতের জন্য Vivo S50 স্মার্টফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং থাকতে পারে। ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে।
Vivo S50 Pro Mini ফোনের স্পেসিফিকেশন
জানা গেছে, Vivo S50 Pro Mini স্মার্টফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.84 GHz পর্যন্ত হতে পারে। এছাড়া ফোনটিতে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1216x2640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে।

Vivo S50 Pro Mini ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত করতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 16।
ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 90W ফাস্ট চার্জিং। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
সোর্স: এখানে ক্লিক করুন