Huawei -এর আসন্ন মডেল Huawei Mate 80 RS Ultimate স্মার্টফোন, গত 26 নভেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো 8000 নিট পিক ব্রাইটনেস, যা স্মার্টফোন-দুনিয়ার মধ্যে খুবই উজ্জ্বল। এত উচ্চ ব্রাইটনেস থাকার কারণে তীব্র রোদ বা সরাসরি সূর্যালোকে থাকলেও স্ক্রিন স্পষ্ট ও পরিষ্কার দেখা যায়।
Huawei তাদের Huawei Mate 80 RS Ultimate স্মার্টফোনে শক্তিশালী 6000mAh ব্যাটারি ব্যবহার করেছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং ও 20W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং, যা পানি ও ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Huawei Mate 80 RS Ultimate ফোনে রয়েছে 6000mAh ব্যাটারিI
- পাশাপাশি ফোনটিতে থাকছে Kirin 9030 Pro প্রসেসর।
- নতুন এই ফোনে 8000 nits ব্রাইটনেস সাপোর্ট করে।
Huawei Mate 80 RS Ultimate ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | চীনে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Huawei Mate 80 RS Ultimate (20GB +512GB) | ১১,০৯৯ CNY | ২,১০,০০০ টাকা |
তথ্য অনুয়ায়ী, Huawei Mate 80 RS Ultimate স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (20GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১১,০৯৯ CNY। বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ২,১০,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, White এবং Violet।
Huawei Mate 80 RS Ultimate ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Huawei Mate 80 RS Ultimate ফোনটির রেয়ারে কোয়াড LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফোটো ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 40MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া সেলফির জন্য ফোনের সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি সর্বশেষ Android 6.0 ভিত্তিক HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে।

Huawei Mate 80 RS Ultimate স্মার্টফোনে 6.9 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1320x2848 পিক্সেল) রেজোলিউশন এবং 8000 nits ব্রাইটনেস সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। পাশাপাশি নতুন এই ফোনে থাকছে Kirin 9030 Pro প্রসেসর, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং ও 20W রিভার্স ওয়্যারলেস চার্জিং। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে। বর্তমানে ফোনটি চীনের বাজারে 20GB র্যাম+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।
সোর্স: এখানে ক্লিক করুন