৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে Tecno Pova Curve 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এই ফোনটি আগের Pova সিরিজ ফোনগুলোর তুলনায় বেশ আলাদা ডিজাইনের তৈরি করেছে। পাশাপাশি নতুন ভাবে যুক্ত করা হয়েছে ইউনিক AI অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে।
Tecno Pova Curve 5G স্মার্টফোনে 5500mAh ব্যাটারি রয়েছে, এর সঙ্গে যুক্ত করা হয়েছে 45W ফাস্ট চার্জিং। ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা রাখতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। বাংলাদেশে এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন জানুন।
হাইলাইটস
- Tecno Pova Curve 5G ফোনে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
- সাথে থাকছে Mediatek Dimensity 7300 Ultimate প্রসেসর।
- ফোনটিতে AI অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে।
Tecno Pova Curve 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Tecno Pova Curve 5G (8GB +256GB) | ৩২,৯৯৯ টাকা |
ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার (8GB র্যাম+256GB স্টোরেজ) এর দাম ৩২,৯৯৯ টাকা। এটি Sky Blue, Slim White এবং Cool Black কালারে রয়েছে।
Tecno Pova Curve 5G ফোনের স্পেসিফিকেশন
Tecno Pova Curve 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে (1080x2436 pixels) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টে করে। এই স্ক্রিনে 1300 nits ব্রাইটনেস ব্যাবহার করা হয়েছে।
শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য এতে রয়েছে Mediatek Dimensity 7300 Ultimate (4nm) প্রসেসর এবং 8GB র্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট । ফোনের সাইডে ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট আছে যা দিয়ে দ্রুত ফোন আনলক করা যাবে।
ধুলাবালি প্রতিরোধের জন্য ফোনে IP64 রেটিং ব্যাবহার করা হয়েছে। পাশাপাশি নতুন কিছু Ai ফিচার যোগ করেছে যা দিয়ে লেখালেখির কিংবা হাই কোয়ালিটি ছবি তৈরি করা সহজ হবে। ফোনটি Android 15 নির্ভরে HiOS 15 কাস্টম সফটওয়্যারে চলে।
Tecno Pova Curve 5G স্মার্টফোনে 5500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং রয়েছে। টেকনোর তথ্য মতে, এটি 45 মিনিটে 100% চার্জ করা যাবে। ফোনের রেয়ারে ডুয়েল ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সাপোর্টেড। ভিডিও কলের জন্য সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
সোর্সঃ ক্লিক করুন