Samsung তাদের নতুন মডেল Samsung Galaxy Z TriFold স্মার্টফোন আগামী 12 ডিসেম্বর 2025 তারিখে সাউথ কোরিয়াতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটির রেয়ারে 200 MP ক্যামেরা দেওয়া হবে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে , এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy Z TriFold স্মার্টফোনে থাকবে 6.5 ইঞ্চির ফুল HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট এবং 2600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটিতে গ্লাস ফ্রন্ট হিসেবে ব্যবহার করা হবে Gorilla Glass Victus Ceramic 2। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম।
হাইলাইটস
- Samsung Galaxy Z TriFold ফোনে দেওয়া হবে 200 MP ক্যামেরাI
- পাশাপাশি ফোনটিতে থাকবে Dynamic AMOLED 2X ডিসপ্লে।
- নতুন এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হবে।
Samsung Galaxy Z TriFold ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Samsung Galaxy Z TriFold (16GB +512GB) | ৩,০০,০০০ টাকা |
জানা গেছে , Samsung Galaxy Z TriFold স্মার্টফোনটি সাউথ কোরিয়াতে (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। এই ফোনের দাম এখনো প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ৩,০০,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোন Crafted Black কালারে লঞ্চ করবে।
Samsung Galaxy Z TriFold ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy Z TriFold স্মার্টফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। একইসঙ্গে থাকবে 10 MP টেলিফটো ক্যামেরা এবং 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে উন্নতমানের ছবি ও 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 10 MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হবে।
নতুন Samsung Galaxy Z TriFold স্মার্টফোনে থাকবে 6.5 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2600 নিটস পিক ব্রাইটনেস এবং (2520 x 1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি One UI 8 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 5,600 mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। জানা গেছে এই ফোনে 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগবে। এছাড়া পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য ফোনটিতে IP48 রেটিং ব্যবহার করা হবে। ফোনটি 16GB র্যাম+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করবে।
সোর্স: এখানে ক্লিক করুন