Samsung Galaxy Z TriFold স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়াল ভাবেপাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটি অনেকটা কম্প্যাক্ট ফোনের মতো দেখালেও এটি পুরোপুরি ওপেন করলে 10‑ইঞ্চির ট্যাবলেটের মতো অনুভূতি পাওয়া যায়। এর বিশেষ মাল্টি‑টাস্কিং ফর্ম ফ্যাক্টর এবং স্যামসাং-এর নতুন ফোল্ডেবল প্রযুক্তি ব্যবহারকারীদের একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।
নতুন Samsung Galaxy Z TriFold স্মার্টফোনে যুক্ত আছে দুইটি ডিসপ্লে। ফোনে কভার ডিসপ্লে 6.5 ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X, যা 21:9 অ্যাসপেক্ট রেশিও এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সমর্থন করে। এছাড়া ফোনটি আনফোল্ড করলে 10.0 ইঞ্চি QXGA+ Dynamic AMOLED 2X প্রাইমারি ডিসপ্লে দেখা যায়। উভয় স্ক্রিনই 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং আনঅফিশিয়াল দাম।
হাইলাইটস
- Samsung Galaxy Z TriFold ফোনে রয়েছে 200 MP ক্যামেরাI
- পাশাপাশি ফোনটিতে থাকছে Dynamic AMOLED 2X ডিসপ্লে।
- নতুন এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy Z TriFold ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Samsung Galaxy Z TriFold (16GB +512GB) | ৪,৯০,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Samsung Galaxy Z TriFold স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,৯০,০০০ টাকা। নতুন এই ফোন Crafted Black কালারে রয়েছে। বর্তমানে ফোনটি বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy Z TriFold ফোনের স্পেসিফিকেশন
নতুন Galaxy Z TriFold স্মার্টফোনে যুক্ত আছে দুইটি ডিসপ্লে। ফোনের কভার ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X, যেখানে 21:9 অ্যাসপেক্ট রেশিও এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সমর্থন করে। এছাড়া ফোনটি আনফোল্ড করলে 10.0 ইঞ্চি QXGA+ Dynamic AMOLED 2X প্রাইমারি ডিসপ্লে দেখা যায়। উভয় স্ক্রিনই 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করতে সক্ষম।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদানের জন্য Galaxy Z TriFold স্মার্টফোনে 3 ন্যানোমিটার আর্কিটেকচারের শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে IP48 রেটিং, যা ফোনকে 1.5 মিটার গভীর পানিতে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ডুবানোর সুবিধা প্রদান করে। বর্তমানে ফোনটি বাংলাদেশে (16GB র্যাম+ 512GB স্টোরেজ) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ফোনের রেয়ারে OIS ফিচারযুক্ত 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যা ফোল্ডেবল ক্যাটেগরিতে S-সিরিজ লেভেলের ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি রয়েছে 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম আর 30x স্পেস জুম সাপোর্টেড 10MP টেলিফটো লেন্স। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য কভার ডিসপ্লে আর প্রাইমারি ডিসপ্লে দুটিতেই ব্যবহার করা হয়েছে 10MP ফ্রন্ট ক্যামেরা।
বড় স্ক্রিনের এই ফোনে যুক্ত করেছে 5,600 mAh three-cell ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 45W ফাস্ট চার্জিং, যা প্রায় 30 মিনিটে প্রায় 50% চার্জ দিতে সক্ষম। পাশাপাশি 15W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare ফিচারও আছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, UWB সাপোর্ট করে। ফোনটি One UI 8 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাং-এর কৃত্রিম বুদ্ধিমত্তা Galaxy AI ফিচার, এই ফিচারের মধ্যে রয়েছে লাইভ ট্রান্সলেশন (কল ও চ্যাটে), সার্কেল টু সার্চ, লেখার সহায়তা (Writing Assist), ফটো এডিটিং (Generative Edit, Audio Eraser), নোটের সংক্ষিপ্তসার (Note Summary) এবং রেকর্ডিং ট্রান্সক্রিপশন (Transcript Assist), যা দৈনন্দিন কাজগুলো সহজ ও দ্রুত করার সুযোগ দেয়।