স্যামসাং-এর আসন্ন স্মার্টফোন Samsung Galaxy F17 এখন বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালি বিক্রি শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে উন্নত Gemini Live AI ফিচারও রয়েছে, যা ব্যবহারকারীদের রিয়েল-টাইমে ভিজুয়াল কনভারসেশনের অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি টেক্সট, ছবি বা মিউজিক যেকোনো তথ্য খুব সহজে সার্চ করার জন্য Google Circle to Search দেওয়া হয়েছে।
Samsung তাদের নতুন মডেল Samsung Galaxy F17 স্মার্টফোনে ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে যোগ করেছে, ফলে ব্যবহারকারীরা বাইরে রোদেও পরিষ্কার ও উজ্জ্বল স্ক্রিন দেখতে পারবে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Exynos 1330 প্রসেসর। জেনে নিন বাংলাদেশে ফোনের আনঅফিশিয়ালি দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Samsung Galaxy F17 স্মার্টফোনে থাকছে 5000mAh ব্যাটারি।
- এই ফোনে রয়েছে ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে
- ফোনটিতে Exynos 1330 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy F17 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Samsung Galaxy F17 (6GB+128GB) | ২১,৫০০ টাকা (আনঅফিশিয়াল) |
| Samsung Galaxy F17 (8GB+128GB) | ২৪,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Samsung Galaxy F17 স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) এর দাম ২১,৫০০ টাকা এবং (8GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৪,০০০ টাকা। ফোনটি দুইটি আকর্ষণীয় কালারে রয়েছে Black এবং Violet। বর্তমানে স্মার্টফোনটি বাংলাদেশের রিটেলার শপে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy F17 ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy F17 স্মার্টফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90 Hz রিফ্রেশ রেট এবং 1100 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Exynos 1330 প্রসেসর দেওয়া হয়েছে। 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাসের মত ফিচার সাপোর্ট করে। সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP54 রেটিং ব্যবহার করা হয়েছে।
দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে ফোনটি (6GB র্যাম +128GB স্টোরেজ) এবং (8GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটি One UI 7 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।