রিয়েলমি তাদের নতুন মডেল Realme P4X 5G স্মার্টফোন আগামী 4 ডিসেম্বর 2025 তারিখে, ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই কোম্পানি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। ফোনটিতে 7000mAh ব্যাটারি থাকবে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য এই ফোন Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হবে।
জানা গেছে, Realme P4X 5G স্মার্টফোনে থাকবে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, যা হবে এই সেগমেন্টের একমাত্র ডিভাইস। ফোনটিতে 90 FPS পর্যন্ত গেম প্লে করা যাবে এবং ফ্রি ফায়ারে 120 FPS পর্যন্ত গেমপ্লে সমর্থন করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme P4X 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে।
- ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- এই ফোনে Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হবে।
Realme P4X 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme P4X 5G (8GB +256GB) | ২২,০০০ টাকা |
জানা গেছে, ভারতের বাজারে Realme P4X 5G স্মার্টফোনটি (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম ২২,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে লঞ্চ হবে Midnight Blue, Stellar Pink এবং Lunar Silver।
Realme P4X 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
Realme-এর নতুন মডেল Realme P4X 5G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Full HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 90 FPS পর্যন্ত গেম প্লে এবং ফ্রি ফায়ারে 120 FPS পর্যন্ত গেম প্লে সমর্থন করবে। একই সঙ্গে ফোনটিতে 18 অ্যাপ্লিকেশনে কাজ করা যাবে, ফলে মাল্টি টাস্কিং চলাকালীন সময় ও ব্যবহারকারীরা স্মুথ পারফরম্যান্স পাবেন।

দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হবে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পীড 2.6 GHz পর্যন্ত। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিতের জন্য ফোনটিতে থাকবে 7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে।
ফোনটি ভারতের বাজারে (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সোর্স: এখানে ক্লিক করুন