আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Realme P4 Power 5G স্মার্টফোন। লঞ্চের আগেই রিয়েলমির অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনটিতে বিশাল 10001mAh ব্যাটারি ব্যবহার করা হবে, যা একবার ফুল চার্জ করলে 32.5 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এমনকি এই ফোনে 1650 বার 100% চার্জ করার পরও ব্যাটারির হেলথ 80% এর বেশি বজায় থাকবে।
Realme তাদের নতুন Realme P4 Power 5G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত করবে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme P4 Power 5G স্মার্টফোনে থাকবে 10001mAh ব্যাটারি।
- পাশাপাশি এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।
- ফোনটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 7400 প্রসেসর।
Realme P4 Power 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme P4 Power 5G (12GB +256GB) | ৪০,০০০ টাকা |
বিশাল ব্যাটারি, উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর সহ Realme P4 Power 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Silver, Orange এবং Blue।
Realme P4 Power 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme P4 Power 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং (1272x2772 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 7400 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.6 GHz পর্যন্ত।

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ব্যাটারি। এই ফোনে বিশাল 10001mAh ব্যাটারি ব্যবহার করা হবে, যার ফলে একবার ফুল চার্জ করলে ফোনটিতে 32.5 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে এবং 1650 বার ফুল চার্জ করার পরও ফোনের ব্যাটারি হেলথ 80% এর বেশি বজায় থাকবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরা দিয়ে ভালো ছবি ও 4K ভিডিও রেকড করা যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকবে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
সোর্স: এখানে ক্লিক করুন