Realme P4 5G স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালভাবে বিক্রি হচ্ছে। তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই ফোনটিতে শক্তিশালী বড় 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা এক টানা দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবে।
Realme তাদের নতুন মডেল Realme P4 5G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার ফলে এটি গেমিং ও হাই কোয়ালিটির ভিডিও দেখার সময় মসৃণ পারফরম্যান্স প্রদান করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Realme P4 5G স্মার্টফোনে রয়েছে 7000mAh ব্যাটারি।
- ফোনটিতে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হয়েছে।
Realme P4X 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Realme P4 5G (8GB+128GB) | ২৫,৫০০ টাকা (আনঅফিশিয়াল) |
| Realme P4 5G (8GB+256GB) | ২৭,৫০০ টাকা (আনঅফিশিয়াল) |
Realme P4 5G স্মার্টফোন বাংলাদেশের রিটেলার শপে দুইটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনটির (8GB র্যাম+128GB স্টোরেজ) এর দাম ২৫,৫০০ টাকা এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টর দাম ২৭,৫০০ টাকা। আনঅফিশিয়ালি এই ফোনটি আকর্ষণীয় চারটি কালারে পাওয়া যাচ্ছে Steel Gray, Engine Blue এবং Forge Red।
Realme P4 5G ফোনের স্পেসিফিকেশন
Realme P4 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির AMOLED অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর, 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.6 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য Realme P4 5G ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Realme UI 6.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে সক্ষম। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 100% চার্জ হতে 60 মিনিট সময় লাগে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকছে IP65/IP66 রেটিং।