গত ২৪ আগস্ট, রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme Note 70 4G বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 6300 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জ করলে টানা ২ দিন চলবে বলে দাবি করেছে রিয়েলমি। স্লিম ডিজাইনের এই ফোনে ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য থাকছে IP54 রেটিং।
Realme Note 70 4G স্মার্টফোনটিতে Unisoc T7250 প্রসেসর এবং 90 Hz রিফ্রেশ রেট রয়েছে। যার ফলে এটি গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
হাইলাইটস
- Realme Note 70 4G স্মার্টফোনে আছে 6300 mAh ব্যাটারি।
- সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট।
- ফোনটি 7.94 মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনের।
Realme Note 70 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Realme Note 70 4G (4GB+64GB) | ১১,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
Realme Note 70 4G (4GB+128GB) | ১২,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
Realme Note 70 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে, যার (4GB র্যাম+64GB স্টোরেজ) এর দাম ১১,৯৯৯ টাকা এবং (4GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি Beach Gold এবং Obsidian Black কালারে লঞ্চ হয়েছে।
Realme Note 70 4G ফোনের স্পেসিফিকেশন
ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে Realme Note 70 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং 450 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। 7.94 মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনের এই ফোনটি মাত্র 201 গ্রাম ওজন। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 (12 nm) চিপসেট।
স্মার্টফোনটির রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP অক্সিলিয়ারি লেন্স ক্যামেরা রয়েছে। সেলফি তুলার জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 6300mAh ব্যাটারি এবং15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP54 রেটিং ব্যবহার করা হয়েছে।
Realme Note 70 স্মার্টফোনে এআই নয়েজ রিডাকশন 2,0 এআই ইমেজিং ম্যাটিং, এআই ক্লিয়ার ফেস, ও এআই ইরেজারের মতো চমৎকার ফিচার যুক্ত করা হয়েছে। যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজে সুবিধা প্রদান করবে। বর্তমানে এটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB র্যাম+ 64GB স্টোরেজ এবং 4GB র্যাম+128GB স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।
সোর্স : ক্লিক করুন