রিয়েলমির নতুন মডেল Realme Narzo 90X 5G স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে ArmorShell প্রোটেকশন, যা দৈনন্দিন দুর্ঘটনা যেমন হাত থেকে পড়া, পকেট বা ব্যাগ থেকে পড়া, এমনকি সোফার ওপর পড়ার মতো পরিস্থিতিতেও ফোনকে টেকসই এবং নিরাপদ রাখে।
Realme Narzo 90X 5G স্মার্টফোনে রয়েছে বিশাল 7000mAh টাইটান ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। এছাড়া ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।
হাইলাইটস
- Narzo 90X 5G ফোনে রয়েছে 7000mAh টাইটান ব্যাটারি।
- পাশাপাশি থাকছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
- নতুন এই ফোনে 50MP Sony Ai প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme Narzo 90X 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Realme Narzo 90X 5G (6GB+128GB) | ১৯,০০০ টাকা ( আনঅফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Realme Narzo 90X 5G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (6GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,০০০ টাকা। ফোনটি Nitro Blue এবং Flash Blue কালারে রয়েছে। বর্তমানে আনঅফিশিয়ালি এই ফোন বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে।
Realme Narzo 90X 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন Realme Narzo 90X 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1200nits পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির থিকনেস 8.28 মিমি এবং ওজন 212 গ্রাম। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে, যা 2.4 GHz ক্লক স্পিডে চলে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার ক্যামেরাতে রয়েছে LED ফ্ল্যাশসহ 50MP Sony AI প্রাইমারি সেন্সর, যেখানে Dual-view Video, Time-lapse, Pro, Text Scanner এবং Tilt-shift সহ একাধিক ফিচার সাপোর্ট করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে IP65 রেটিং সাপোর্ট করে, যা হালকা পানির ছিটা ও ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 60W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ব্যাটারি প্রায় 6 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। ফোনটি Realme UI 6.0 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে রয়েছে ArmorShell প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে পড়ে যাওয়া শক্ত জাযগায় ধাক্কা লাগার মতো দুর্ঘটনা থেকে ফোনকে শক্তিশালী ও টেকসই রাখে। পাশাপাশি এই ফোনে 400% Ultra Volume ফিচার থাকায় ফোনটির ভলিউম অতিরিক্ত দিলে বাহিরের শব্দের মাঝে স্পষ্ট গান শোনা যায়। বাংলাদেশে ফোনটি (6GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে।
সোর্স: এখানে ক্লিক করুন