রিয়েলমি তাদের নতুন মডেল Realme Narzo 90 5G স্মার্টফোন 16 ডিসেম্বর 2025 তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে এসেছে Realme Narzo 90 5G এবং Realme Narzo 90X 5G। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে।
Realme Narzo 90 5G ফোনটি দেখতে আধুনিক ও স্টাইলিশ। ফোনটির বডি পাতলা প্রায় 7.79 মিমি এবং ওজনও প্রায় 181 গ্রাম, যা হাতে ধরতে আরামদায়ক মঞ্চে হয়। এছাড়া ফোনের পিছনের অংশে ক্যামেরা সেকশনকে আলাদা করতে স্পোর্টি স্ট্রাইপ ডিজাইন (Victory Power অ্যাকসেন্ট) ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে আলাদা ও আকর্ষণীয় করে তোলে। জেনে নিন নতুন এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।
হাইলাইটস
- Realme Narzo 90 5G ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি ।
- পাশাপাশি থাকছে 4000 nits AMOLED ডিসপ্লে।
- নতুন এই ফোনে IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।
Realme Narzo 90 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | ভারতে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme Narzo 90 5G (8GB+128GB) | ১৮,৪৯৯ রূপি | ৩০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Realme Narzo 90 5G স্মার্টফোন 16 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে এসেছে Victory Gold এবং Carbon Black।
Realme Narzo 90 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Realme Narzo 90 5G স্মার্টফোনে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 6400 Max প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.5 GHz পর্যন্ত। ফোনটি Realme UI 6.0 ভিত্তি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

Realme Narzo 90 5G স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং সুবিধা। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি মাত্র 31 মিনিটে 1 থেকে 50% চার্জ হয় এবং ব্যাটারি প্রায় 6 বছর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দিতে সক্ষম। ফোনটিতে 100% চার্জে 23.97 ঘণ্টা ইউটিউব, 9.76 ঘণ্টা ফ্রি ফায়ার ও 142.67 ঘণ্টা স্পটিফাই ব্যবহার করা যাবে। এই ফোনে 5G নেটওয়ার্ক এবং WiFi 5G সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IP66/68/69 রেটিং সাপোর্ট করে, যা উচ্চ তাপমাত্রার জল এবং ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম। ভারতের বাজারে ফোনটি (8GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে।
সোর্স: এখানে ক্লিক করুন