রিয়েলমি-এর আসন্ন সিরিজ Realme Narzo 90 5G আগামী 16 ডিসেম্বর 2025 তারিখে ভারতেরবাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। জানা গেছে, নতুন এই সিরিজের অধীনে Realme Narzo 90 5G এবং Realme Narzo 90x 5G স্মার্টফোন বাজারে আসবে। সিরিজের দুটি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন আলাদা-আলাদা রাখা হবে। বিশেষ করে Narzo 90x 5G ফোনের ডিজাইন ও লুক ব্যবহারকারীদের খুব সহজেই নজর কাড়বে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme তাদের Narzo 90 5G সিরিজের Realme Narzo 90 5G স্মার্টফোনে রেয়ারে থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়া Realme Narzo 90x 5G ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP সনি AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। জেনে নিন নতুন এই সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম।
হাইলাইটস
- Narzo 90 5G সিরিজে 7000mAh ব্যাটারি দেওয়া হবে।
- পাশাপাশি থাকবে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে ।
- নতুন এই সিরিজে IP68/69 রেটিং ব্যবহার করা হবে।
Realme Narzo 90 5G সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme Narzo 90 5G (8GB+256GB) | ৩০,০০০ টাকা |
| Realme Narzo 90x 5G (6GB+128GB) | ২৫,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, Narzo 90 5G সিরিজের Realme Narzo 90 5G স্মার্টফোন ভারতের বাজারে (8GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে এবং Realme Narzo 90x 5G ফোনটি (6GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, যার দাম বাংলাদেশে প্রায় ২৫,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিরিজের Narzo 90 5G ফোন Titanium এবং Narzo 90x 5G ফোনটি Blue কালারে ডিজাইন করা হবে।
Realme Narzo 90 5G Series- এর স্পেসিফিকেশন ও ফিচার
Realme Narzo 90 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme Narzo 90 5G স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 4000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 6400 Max প্রসেসর যুক্ত করতে পারে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে।
Realme Narzo 90 5G স্মার্টফোনে বড় 7000mAh ব্যাটারি যুক্ত করা হবে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 60W ফাস্ট চার্জিং। ফোনটিতে দেওয়া হবে IP68/69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।
Realme Narzo 90x 5G ফোনের স্পেসিফিকেশন
জানা গেছে, Realme Narzo 90x 5G স্মার্টফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP সনি AI প্রাইমারি ক্যামেরা থাকবে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50 MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত করতে পারে।
Realme Narzo 90x 5G ফোনটিতে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যুক্ত করতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করত পারে।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে ফোনে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে থাকবে 60W ফাস্ট চার্জিং। নতুন এই ফোনে IP68/69 রেটিং সাপোর্ট করবে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে।
সোর্স: এখানে ক্লিক করুন