Realme GT 8 Pro 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 21 অক্টোবর, চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। বর্তমানে এই ফোন চীনের অফিশিয়াল সাইটে প্রি‑অর্ডার করা যাচ্ছে এবং 31 অক্টোবর থেকে শেষ হবে। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে আসতে পারে।
Realme GT 8 Pro 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme GT 8 Pro 5G স্মার্টফোনে রয়েছে 7000mAh ব্যাটারি।
- ফোনটিতে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- পাশাপাশি 200MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme GT 8 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | চীনের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Realme GT 8 Pro 5G (12GB +256GB) | ৩,৯৯৯ CNY | ৭০,০০০ টাকা |
Realme GT 8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
Realme GT 8 Pro 5G স্মার্টফোনে 6.79 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 7000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এই চিপসেটটি 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যার ক্লক স্পিড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে 8K ভিডিও রেকডিং সাপোর্ট করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে ফোনটি (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য Realme GT 8 Pro 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 120W ফাস্ট চার্জিং, 55W PPS চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া ঘোষণা অনুযায়ী, ফোনটিতে 43 মিনিটে 100% চার্জ হবে। ফোনটি Realme UI 7.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একসেলেরোমিটার, জিরো, প্রক্সিমিটি, কম্পাস দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68/IP69 রেটিং। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, NFC,USB চার্জিং পোর্ট সাপোর্ট করে।
সোর্স: ক্লিক করুন/phone-brand/realme