রিয়েলমির নতুন মডেল, Realme C85 5G স্মার্টফোন গত ২ নভেম্বর ২০২৫ তারিখে ভিয়েতনামের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে পারে।
Realme C85 5G স্মার্টফোনে IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে ধুলো ও ময়লা প্রতিরোধী, পাশাপাশি উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার পানির জেট থেকেও সুরক্ষা দিতে পারে। আকর্ষণীয় ছবি লুক এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য ফোনটিতে AI Edit Genie এবং Outdoor AI Mode দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme C85 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে
- নতুন এই ফোনে IP69k রেটিং ব্যবহার করা হয়েছে ।
Realme C85 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | ভিয়েতনামের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme C85 5G (8GB+256GB) | ৭,৬৯০,০০০ VND | ৩৫,০০০ টাকা |
Realme-এর দেওয়া তথ্য অনুযায়ী, Realme C85 5G স্মার্টফোনটি ভিয়েতনামের বাজারে (8GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৭,৬৯০,০০০ VND। বাংলাদেশের এর আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ হয়েছে Parrot Purple এবং Peacock Green।
Realme C85 5G ফোনের স্পেসিফিকেশন
Realme C85 5G স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে ফোনটি (8GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে।
ফোনের রেয়ারে 50MP Sony IMX852 সেন্সর দেওয়া হয়েছে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। এছাড়াও, ফোনটির সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে 7000mAh ব্যাটারি, ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ফোন চালানোর সুযোগ পাবেন। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফোনটিতে IP69k রেটিং যোগ করা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা পানির নিচের ফোন রেখে ভিডিও ধারণ করতে পারবে এবং এটি উচ্চ মাএার ধুলোবালি প্রতিরোধ করবে। ফোনটি realme UI 6.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।