রিয়েলমি-এর আসন্ন মডেল Realme 16 Pro স্মার্টফোন ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।
নতুন Realme 16 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 7300 Max 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে, ফলে এটি Mainstream Games খেলার সময় 120FPS পর্যন্ত ধরে রাখে। এছাড়া ফোনটিতে রয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং, যা ধুলোবালি প্রতিরোধের পাশাপাশি 80 ডিগ্রী সেলসিয়াস গরম জলও সহ্য করতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme 16 Pro স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
- এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000mAh ব্যাটারি।
- নতুন এই ফোনে IP66/IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
Realme 16 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | ভারতের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme 16 Pro (8GB+128GB) | ৩১,৯৯৯ রূপি | ৫০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, শক্তিশালী ফিচার, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন নিয়ে Realme 16 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Master Gold, Orchid Purple এবং Pebble Grey।
Realme 16 Pro ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Realme 16 Pro স্মার্টফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে কিছু AI ফিচার রয়েছে, যা আরও ভালো ও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K 30 fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়।
ফোনটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 6500nits পিক ব্রাইটনেস এবং (1272 × 2772পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Dimensity 7300 Max 5G প্রসেসর, যা সাধারণ ব্যবহারের জন্য উন্নত পারফরম্যান্স প্রদান করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। পাশাপাশি এতে বাইপাস চার্জিংও সাপোর্ট করে। জানা গেছে, ফোনটির ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি realme UI 7.0 নির্ভর android 16 অপারেটিং সিস্টেমে চলে।
Realme 16 Pro স্মার্টফোনে রয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং, যার ফলে পানি ও ধুলোবালি থেকে ফোনটি ভালো সুরক্ষা পায় এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম পানিও সহ্য করতে পারে। ফোনটিতে AI Edit Genie, AI StyleMe এবং AI Framing Master ফিচার ব্যবহার করা হয়েছে। নতুন এই ফোনে 5G নেটওয়ার্ক,NFC এবং Wi-Fi 5 সাপোর্ট করে।
সোর্স: এখানে ক্লিক করুন