গত ১ অক্টোবর, রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme 15x 4G ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে। ফোনটি বাংলাদেশে কবে আসবে তা এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে এটি খুব শীঘ্রই দেশের বাজারে আসতে পারে। ইতিমধ্যে ফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ভারতে বিক্রি করা হচ্ছে।
দীর্ঘ সময় ব্যবহার করার জন্য Realme 15x 4G স্মার্টফোনে রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং। ধুলাবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে। নতুন মডেলের এই ফোনে 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। জেনে নিন বাংলাদেশে ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Realme 15x 4G স্মার্টফোনে রয়েছে 7,000mAh ব্যাটারি।
- সাথে থাকছে Mediatek Dimensity 6300 (6 nm) প্রসেসর।
- ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
Realme 15x 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | ভারতের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Realme 15x 4G (8GB+128GB) | ১৫,৯৯৯ রূপি | ২৪,৯৯৯ টাকা |
তথ্য অনুযায়ী, Realme 15x 4G ফোনটি ভারতের বাজারে (8GB র্যাম + 128GB স্টোরেজ) ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ রূপি, বাংলাদেশে প্রায় ২৪,৯৯৯ টাকা হতে পারে। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে লঞ্চ করেছে, Aqua Blue, Marine Blue এবং Maroon Red।
Realme 15x 4G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
Realme 15x 4G স্মার্টফোনে 6.8-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, এই স্ক্রিনে 1200 nits পিক ব্রাইটনেস সহ 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য Realme 15x 4G ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 8GB র্যাম ও 128GB স্টোরেজ। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত আছে, যেটা দিয়ে খুব দ্রুত ফোন আনলক করা যাবে। এটি Android 15 বেসড realme UI 6.0 অপারেটিং সিস্টেমে চলবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। ফোনের রেয়ার ডুয়েল ক্যামেরা সেটআপে রয়েছে, যেখানে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX852 AI প্রাইমারি সেন্সর এবং 5P সেকেন্ডারি সেন্সর সাপোর্ট করে। একইভাবে সেলফির তুলার জন্য সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
সোর্সঃ ক্লিক করুন