রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme 15T 5G গত ১২ অক্টোবর, বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া ঘোষণা অনুযায়ী, ফোনটির পিছনের অংশে ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে টেক্সচার্ড ডিজাইন তৈরি করা হয়েছে। যেখানে সহজে আঙুলের ছাপ পড়বে না। এছাড়াও সেলফি প্রেমীদের নজর কাড়তে এই ফোনে যুক্ত করেছে 50MP ফ্রন্ট ক্যামেরা ।
Realme 15T 5G স্মার্টফোনে থাকছে শক্তিশালী 7000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং। এর পাশাপাশি রয়েছে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Max প্রসেসর। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP69 রেটিং ব্যবহার করা হয়েছে। জেনে নিন বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।
হাইলাইট
- Realme 15T 5G স্মার্টফোনে IP69 রেটিং সাপোর্ট করে।
- এছাড়াও ফোনটিতে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- পারফরম্যান্সের জন্য রয়েছে MediaTek Dimensity 6400 Max প্রসেসর।
Realme 15T 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Realme 15T 5G (8GB +256GB) | ৩২,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Realme 15T 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে রয়েছে। যার (8GB র্যাম + 256GB স্টোরেজ) এর দাম ৩২,৯৯৯ টাকা। ফোনটি Suit Titanium এবং Flowing Silver কালারে ডিজাইন করা হয়েছে। ফোনের সাথে থাকছে 500 টাকা ক্যাশব্যাক, 2 বছরের ওয়ারেন্টি এবং কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ। বর্তমানে এই ফোনটি রিয়েলমির অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে।
Realme 15T 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের এই স্মার্টফোনে 6.57 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার সাথে 120Hz রিফ্রেশ রেট সহ 4000nits ব্রাইটনেস এবং রেজোলিউশন (1080x2372 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড15 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে চলবে।
Realme 15T 5G ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা। এতে ISO কন্ট্রোল, এআই ল্যান্ডস্কেপ, ডুয়াল ভিডিও রেকর্ডিং সহ স্লো মোশনের মতো ফিচার সাপোর্ট করে। একই সঙ্গে ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্স প্রদান করার জন্য Realme 15T 5G ফোনে 6nm ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Max প্রসেসর যোগ করা হয়েছে। বর্তমানে এই ফোনটি (8GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাজারে এসেছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য Realme 15T 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে 60W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 31 মিনিটে 50% চার্জ হবে। পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য থাকছে IP69 রেটিং।
সোর্স : ক্লিক করুন