রিয়েলমির নতুন মডেল Realme 15 5G স্মার্টফোনটি 12 অক্টোবর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে AI Edit Genie ফিচার যোগ করেছে, যার মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্স ফটো এডিটিং টুল এবং কমান্ড দিয়ে ফটো এডিটের কাজ গুলো খুব সহজেই করা যাবে।
Realme 15 5G ফোনটিতে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও, পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য ফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইট
- Realme 15 5G ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 7300 Plus প্রসেসর।
Realme 15 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Realme 15 5G (12GB +256GB) | ৪৪,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Realme 15 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে, যার (12GB র্যাম +256GB স্টোরেজ) এর দাম ৪৪,৯৯৯ টাকা। ফোনটি দুইটি কালারে ডিজাইন করা হয়েছে Silk Pink এবং Suit Titanium। এই ফোনের সাথে উপহার হিসেবে গিফট বক্স, গোল্ড ওয়াটার বোতল রিডাইম, সার্ভিস কার্ড, রিয়েলমি বাডস টি 200 লাইট দেওয়া হয়েছে। এছাড়াও, রয়েছে কার্ড বিহীন সহজ কিস্তির সুবিধা এবং 2 বছরের ওয়ারেন্টি। ফোনটি কেনার জন্য রিয়েলমির অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করতে পারবেন।
Realme 15 5G ফোনের স্পেসিফিকেশন
Realme 15 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 2500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 4500 পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির থিকনেস মাত্র 7.69 মি মি। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য থাকছে IP69 রেটিং।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 7300 Plus প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ক্লক স্পিড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত। বর্তমানে এটি 12GB র্যাম+ 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে।
ফোনের রেয়ারে OIS ফিচার সহ 50MP সনি IMX896 প্রাইমারি সেন্সর ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
Realme 15 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।
সোর্স : ক্লিক করুন