সম্প্রতি Realme 14 5G স্মার্টফোনটি গত ১২ মে ২০২৫ তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছিলো। এবার তারা Realme 15 5G সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, Realme 15 5G সিরিজের অধীনে তিনটি মডেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Realme 15 5G, Realme 15 Pro 5G এবং Realme 15T 5G। নতুন এই সিরিজে আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত ও আধুনিক ফিচার যুক্ত করতে পারে।
Realme 15 5G স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য Mediatek Dimensity 7300 Plus প্রসেসর, Realme 15 Pro 5G স্মার্টফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং Realme 15T 5G ফোনটিতে MediaTek Dimensity 6400 Max থাকতে পারে। এছাড়াও, 15 সিরিজের তিনটি ফোনেই 7000 mAhব্যাটারি যুক্ত হবে বলে ধারনা করা যাচ্ছে। জেনে নিন ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Realme 15 5G সিরিজের উভয় ফোনে 7000mAh ব্যাটারি থাকতে পারে।
- এই সিরিজে IP68/IP69 রেটিং যোগ করতে পারে।
- উভয় ফোনে 50MP রেয়ার ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Realme 15 5G সিরিজ ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Realme 15 5G (12GB+256GB) | ৪৪,৯৯৯ টাকা |
Realme 15 Pro 5G (12GB+256GB) | ৫৯,৯৯৯ টাকা |
Realme 15T 5G (8GB+256GB) | ৩২,৯৯৯ টাকা |
Realme 15 5G ফোনের স্পেসিফিকেশন
ধারণা করা হচ্ছে, Realme 15 5g স্মার্টফোনে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 7300 Plus প্রসেসর ব্যবহার করা হতে পারে। বর্তমানে এটি (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসতে পারে।পানি ও ধুলোবালি প্রতিরোধ করার জন্য IP68/IP69 রেটিং যুক্ত করতে পারে। পাশাপাশি ফোনটিতে 5G নেটওয়ার্ক, ইউএসবি চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করতে পারে।
দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং যোগ করতে পারে। ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য সামনে ব্যবহার করতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা।
Realme 15 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
জানা যাচ্ছে, Realme 15 Pro 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে ব্যবহার করা হবে, যেখানে 144 Hz রিফ্রেশ রেট এবং 6500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করতে পারে। বর্তমানে এটি (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং যোগ করতে পারে। ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সেলফির জন্য সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ধুলোবালি প্রতিরোধ করার জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং থাকতে পারে। পাশাপাশি 5G নেটওয়ার্ক, ইউএসবি চার্জিং সাপোর্ট করার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করতে পারে।
Realme 15T 5G ফোনের স্পেসিফিকেশন
ধারণা করা যাচ্ছে, Realme 15T 5G স্মার্টফোনে 6.57 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে যোগ করতে পারে। যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 4000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটি Realme UI 6.0 এর ভিত্তিতে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করবে।পারফরম্যান্সের জন্য ফোনটিতে শক্তিশালী Mediatek Dimensity 6400 Max চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে। বর্তমানে এটি (8GB র্যাম + 256GB স্টোরেজ) ভেরিয়েন্টে বাজারে আসতে পারে।
ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্লাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। যা পোর্ট্রেট মোড, নাইট মোড, লাইভ ফটো এবং টাইমল্যাপসের মতো একাধিক ফিচার সাপোর্টেড, সেলফির জন্য সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করতে পারে।
Realme 15T স্মার্টফোনে 7000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। ধুলোবালি প্রতিরোধের জন্য এই ফোনে ব্যবহার করবে IP68/IP69 রেটিং। এছাড়াও, ফোনটিতে 5G নেটওয়ার্ক কানেক্ট করা সুবিধা থাকতে পারে।
সোর্সঃ এখানে ক্লিক করুন