Proton তাদের নতুন মডেল Proton Glory i30 4G স্মার্টফোন 27 ডিসেম্বর 2025 তারিখ বাংলদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে MediaTek Helio G50 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.2 GHz পর্যন্ত। ফলে এটি দৈনন্দিন কাজ যেমন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ও সাধারণ গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেয়।
নতুন মডেলের Proton Glory i30 4G স্মার্টফোনে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির অফিশিয়াল দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Proton Glory i30 4G ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি।
- এছাড়া ফোনটিতে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে।
- পাশাপাশি থাকছে MediaTek Helio G50 প্রসেসর।
Proton Glory i30 4G স্মার্টফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Proton Glory i30 4G (4GB +128GB) | ১১,০০০ টাকা (অফিশিয়াল) |
তথ অনুযায়ী, Proton Glory i30 4G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র্যাম+ 128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১১,০০০ টাকা। ফোনটি একটি কালারে রয়েছে Dark Mirror। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।
Proton Glory i30 4G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Proton Glory i30 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS INCELL ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে MediaTek Helio G50 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.2 GHz পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাসের মতো ফিচার সাপোর্ট করে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 20W ফাস্ট চার্জিং। ফোনটিতে IP64রেটিং সাপোর্ট করে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। বর্তমানে ফোনটি (4GB র্যাম+ 128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাংলাদশের বাজারে পাওয়া যাচ্ছে।
সোর্স: এখানে ক্লিক করুন