Oppo তাদের নতুন মডেল Oppo Reno15 স্মার্টফোন গত 17 নভেম্বর 2025 তারিখে, চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে Oppo Reno15 এবং Oppo Reno15 Pro ফোন বাজারে এসেছে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই আনঅফিশিয়ালি বাংলাদেশে আসতে পারে।
নতুন Oppo Reno15 স্মার্টফোনে রয়েছে 200 MP রেয়ার ক্যামেরা,যা ফটোগ্রাফারদের নজর কাড়বে খুব সহজেই। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও, বাহিরের রোদেও স্কিন স্পষ্ট ও উজ্জ্বল রাখার জন্য এই ফোনে 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Oppo Reno15 স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি ফোনটিতে 6200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- নতুন এই ফোনে 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
Oppo Reno15 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | চীনের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Oppo Reno15 (12GB +256GB) | ২,৯৯৯ CNY | ৫৫,০০০ টাকা |
Oppo-এর দেওয়া তথ্য অনুযায়ী, Oppo Reno15 ফোনটি চীনের বাজারে (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের দাম প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ করা হয়েছে Aurora Blue, Canele Brown এবং Starlight Bow।
Oppo Reno15 ফোনের স্পেসিফিকেশন
নতুন Oppo Reno15 ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.32 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 8450 প্রসেসর, যা ব্যবহারকারীদের দ্রুত পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। ফোনটি 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
Oppo Reno15 ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে 6200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং সাপোর্ট করে। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।
সোর্সঃ ক্লিক করুন