Oppo তাদের নতুন মডেল Oppo A6t 4G স্মার্টফোন ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।
Oppo A6t 4G স্মার্টফোনে রয়েছে Snapdragon 685 প্রসেসর, 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত, যা মাঝারি গেমিং এবং সাধারণ ব্যাবহারে ভালো পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Oppo A6t 4G স্মার্টফোনে রয়েছে 6500mAh ব্যাটারি।
- সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে।
Oppo A6t 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Oppo A6t 4G (4GB+64GB) | ১৪,০০০ টাকা |
বড় ব্যাটারি, উন্নত প্রসেসর এবং ভালো রিফ্রেশ রেট সহ Oppo A6t 4G স্মার্টফোন গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোনটির (4GB র্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১৪,০০০ টাকা হতে পারে। এছাড়া ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Crystal Violet এবং Crystal Blue।
Oppo A6t 4G ফোনের স্পেসিফিকেশন
Oppo A6t 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 685 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত। ফোনটি Android 15 ভিত্তিক ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যা ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে আলো, রং ও ডিটেইল সমন্বয় করে, ফলে প্রতিটি ছবি আরও সুন্দর, উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে AI LinkBoost 3.0 ফিচার, যা ফোনের নেটওয়ার্ক সংযোগকে আরও স্মার্ট ও শক্তিশালী করে, ফলে ধীরগতির সিগন্যাল বা ভিড়ের জায়গাতেও নেটওয়ার্ক সমস্যা কম হয় এবং ইন্টারনেটের গতি তুলনামূলকভাবে ভালো থাকে।
সোর্স: এখানে ক্লিক করুন