Oppo-এর আসন্ন মডেল Oppo A6 5G স্মার্টফোন ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।
Oppo A6 5G একটি হালকা ওজনের স্মার্টফোন, যার মসৃণ ফিনিশ এবং টেকসই বডি দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক এবং হাতে ধরলে প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4 GHz পর্যন্ত।
হাইলাইটস
- Oppo A6 5G স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি।
- সাথে থাকছে MediaTek Dimensity 6300 প্রসেসর।
- পাশাপাশি ফোনটিতে IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।
Oppo A6 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Oppo A6 5G (6GB+128GB) | ২৫,০০০ টাকা |
শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চ আইপি রেটিং সহ Oppo A6 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Sapphire Blue এবং Sakura Pink।
Oppo A6 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন Oppo A6 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4 GHz পর্যন্ত, যা মাঝারি গেমিং এবং সাধারণ ব্যবহারে ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে গেম খেলা, মাল্টিটাস্কিং এবং বন্ধুদের সঙ্গে চ্যাট বা ইউটিউব দেখা–সবকিছু মিলিয়ে সহজেই ১.৫ থেকে ২ দিন চলতে পারে। তথ্য অনুযায়ী, এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 45W ফাস্ট চার্জিং। ফোনটি ColorOS 15 ভিত্তি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মোনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে শক্তিশালী IP69 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি এবং উচ্চ তাপমাত্রার পানি থেকেও ফোনকে সুরক্ষিত রাখে।
ফোনটিতে রয়েছে AI GameBoost 2.0 অপ্টিমাইজেশন ফিচার, যা বিশেষভাবে ফোনের পারফরম্যান্সকে গেম খেলার সময় উন্নত করে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।