Oppo তাদের আসন্ন মডেল Oppo A6 4G স্মার্টফোন ডিসেম্বর মাসের প্রথম কোয়াটারে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। জানা গেছে, ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং।
নতুন মডেলের Oppo A6 4G স্মার্টফোনে থাকবে Snapdragon 685 প্রসেসর, 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত, যা ব্যবহারকারীদের দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP69 রেটিং দেওয়া হবে। জেনে নিন ফোনটির ফাঁস হওয়া দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Oppo A6 4G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে।
- পাশাপাশি ফোনটিতে থাকবে Snapdragon 685 প্রসেসর।
- নতুন এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Oppo A6 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Oppo A6 4G (8GB +128GB) | ২০,০০০ টাকা |
জানা গেছে, Oppo A6 4G স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে আসবে। ফোনের দাম এখনো প্রকাশ হয়নি তবে ধারণা করা হচ্ছে 8GB র্যাম+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২০,০০০ টাকা হতে পারে। ফোনটি Sapphire Blue এবং Aurora Gold কালারে লঞ্চ করবে।
Oppo A6 4G ফোনের স্পেসিপিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo A6 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 685 প্রসেসর। ফোনটি বাংলাদেশের বাজারে 8GB র্যাম+128GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে।

ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য নতুন এই ফোনে IP69 রেটিং সাপোর্ট করবে।
Oppo A6 4G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং। নিরাপত্তার জন্য ফোনটিতে ব্যবহার করা হবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ColorOS 15.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।
সোর্স: এখানে ক্লিক করুন