ওয়ানপ্লাস-এর নতুন মডেল OnePlus Ace 6 5G স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালভাবে বিক্রি হচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে সবচেয়ে বড় শক্তিশালী 7800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে এটি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 120W ফাস্ট চার্জিং।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য OnePlus Ace 6 5G ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি থাকছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- OnePlus Ace 6 5G ফোনে রয়েছে 7800mAh ব্যাটারিI
- সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
OnePlus Ace 6 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| OnePlus Ace 6 5G (12GB +256GB) | ৫৬,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
OnePlus Ace 6 5G স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনের (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫৬,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে পাওয়া যাচ্ছে Black, White, এবং Silver।
OnePlus Ace 6 5G ফোনের স্পেসিফিকেশন
OnePlus Ace 6 5G স্মার্টফোনে 6.83 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 165 Hz রিফ্রেশ রেট, (1272x2800 পিক্সেল) রেজোলিউশন এবং 1800 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Gorilla Glass প্রটেকশন ব্যবহার করা হয়েছে। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে শক্তিশালী 7800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে এবং দ্রুত চার্জিং- এর জন্য ফোনে রয়েছে 120W ফাস্ট চার্জিং। ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য OnePlus Ace 6 5G ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.32 GHz পর্যন্ত। ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। বর্তমানে ফোনটি বাংলাদেশের রিটেলার শপে 12GB র্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।