OnePlus তাদের নতুন স্মার্টফোন OnePlus 15R গত 17 ডিসেম্বর 2025 তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এই ফোনটিতে রয়েছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, ফলে স্ক্রিনে চলমান ছবি আরও মসৃণ ও পরিষ্কার দেখায় এবং দ্রুত গতির গেম খেলার সময় ফোনটি 120FPS ধরে রাখে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে।
নতুন OnePlus 15R স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.8 GHz পর্যন্ত, ফলে এটি গেমিং, AI-ভিত্তিক কাজ এবং মাল্টিটাস্কিং—সব ক্ষেত্রেই দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- OnePlus 15R ফোনে রয়েছে 7400mAh ব্যাটারি।
- সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
OnePlus 15R ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | ভারতে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| OnePlus 15R (12GB +256GB) | ৪৭,৯৯৯ রূপি | ৫০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, OnePlus 15R স্মার্টফোন প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৭,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে এসেছে Electric Violet, Minty Green এবং Charcoal Black।
OnePlus 15R ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নতুন মডেলের OnePlus 15R স্মার্টফোনে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট, 1800 nits পিক ব্রাইটনেস এবং (2800×1272 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এর ফলে ফোনটিতে দ্রুত গতির গেম খেলার সময় 120FPS ধরে রাখে এবং হাই-কোয়ালিটির ভিডিও দেখার সময় কোনো ঝাঁকুনি বা ল্যাগ অনুভূত হয়না।
ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.8 GHz পর্যন্ত, ফলে এটি দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। এছাড়া ফোনে রয়েছে IP66/ IP68/ IP69/ IP69K রেটিং, যা ধুলোবালি, উচ্চ চাপের জল এবং গভীর পানিতে ডুবালেও ফোনকে সুরক্ষা দেয়। ফোনটি OxygenOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস জানিয়েছে, এই ক্যামেরা দিয়ে 4K 120FPS-এ ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে NFC Bluetooth 6.0 এবং Wi-Fi 7 সাপোর্ট করে।
দীর্ঘ সময় ব্যবহাররের জন্য ফোনটিতে বড় 7400mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে Plus Mind AI-ভিত্তিক স্মার্ট হাব ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত নোট, স্ক্রিনশট ও ভয়েস রেকডিং সবকিছু এক জায়গায় সহজে সংরক্ষণ করা যায়। পাশাপাশি এই স্মার্ট হাব প্রয়োজন অনুযায়ী স্মার্ট সাজেশন, রিমাইন্ডার দেবে এবং বিভিন্ন কাজের অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করবে।
সোর্স: এখানে ক্লিক করুন