ওয়ানপ্লাস তাদের নতুন মডেল OnePlus 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামী 13 নভেম্বর 2025 তারিখে, বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। জানা গেছে, ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য বেশ উপযোগী, কারণ এটি গেমারদের আরও মসৃণ ভিজ্যুয়াল এবং উন্নত প্রতিক্রিয়াশীলতা প্রদান করে।
OnePlus 15 স্মার্টফোনে থাকবে 7,300mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- OnePlus 15 স্মার্টফোনে 7,300mAh ব্যাটারি দেওয়া হবে।
- ফোনটিতে থাকবে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে।
OnePlus 15 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| OnePlus 15 (12GB +256GB) | ৯৫,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, OnePlus 15 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। ফোনটির অফিশিয়াল দাম এখনো প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে ফোনটির আনুমানিক দাম ৯৫,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে বাজারে আসবে Infinite Black, Ultra Violet এবং Sand Storm।
OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
OnePlus-এর নতুন মডেল OnePlus 15 স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।

ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে, কারণ এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি ফোনের সামনে থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিতের জন্য ফোনটিতে থাকবে 7,300mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হবে। জানা গেছে, নতুন মডেলের এই ফোনে 40 মিনিটে 100% চার্জ হবে।
ফোনটিতে IP68k/IP69k রেটিং ব্যবহার করা হবে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে।
সোর্স: এখানে ক্লিক করুন